Mamata

মমতা

বিস্তারিত তথ্য

শিরোনাম বর্ণনা
প্রতিষ্ঠানের নাম (বাংলা ও ইংরেজি) মমতা
Mamata
চেয়ারপারসন (ছবি ও নাম)
মোঃ জাহাঙ্গীর আলম
নির্বাহী পরিচালক (ছবি ও নাম) Alhaz Rafique Ahmed
Alhaz Rafique Ahmed
প্রধান কার্যালয় (ঠিকানা)

বাড়ী নং-১৩, রোড-১, লেইন-১, ব্লক-এল, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম।

স্থানীয় কার্যালয় (ঠিকানা)

আবুল কালাম ভবন, হোল্ডিং-৩০১, ওয়াপদা রোড, পূর্বচান্দিশকরা, চৌদ্দগ্রাম পৌরসভা, কুমিল্লা।

সংস্থার প্রতিষ্টাকাল 1983 খ্রি.
আমাদের সম্পর্কে

১৯৮৩ সনে মৌলিক মানবাধিকার সমুন্নত রেখে স্বাস্থ্য ও জনসংখ্যা সমস্যামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মমতা যাত্রা শুরু করে। সময়ের আবর্তনে মমতার কর্মপরিধি যেমন বেড়েছে তেমনি এর সাথে সংশ্লিষ্ট সেবাগ্রহিতার সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
স্বাস্থ্য সেবার অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ ১৫ বার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেছে মমতা। এর পাশাপাশি ক্ষুদ্র ঋণ কার্মসূচীতে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ সংগঠন হিসেবে ‘সিটি উদ্যোক্তা পুরষ্কার’ লাভ করেছে গৌরবময় এই সংস্থা। এছাড়াও সমাজসেবায় অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ মমতাকে ২০২৩ সনে সরকারের সমাজসেবা অধিদফতর এর পক্ষ হতে বিশেষ সম্মান প্রদান করা হয়েছে। মমতা’র সার্বিক কার্যক্রমে যাঁর সুনিপুন নেতৃত্ব ও দক্ষতা প্রতিফলিত হয়েছে এবং সমাজসেবার মাধ্যমে সমাজে উদাহরণ সৃষ্টিকারী মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ। বাংলাদেশ সরকার মমতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদকে সমাজসেবায় অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সনে মহান একুশে পদকে ভূষিত করে। এছাড়াও সমাজসেবায় কর্মগুন মূল্যায়নের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন ২০২৩ সনে স্বাধীনতা স্মারক সম্মাননা প্রদান করেন মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ’কে।
এইসব স্বীকৃতি ও অর্জণ মমতা’র লক্ষিত জনগোষ্ঠীর সেবা ও আস্থার প্রতিফলন।

কর্মরত কর্মীর সংখ্যা প্রায় ২০০০
সংস্থার ভিশন

মৌলিক মানবাধিকার সমুন্নত রেখে স্বাস্থ্য ও জনসংখ্যা সমস্যা মুক্ত, দারিদ্র বিমোচিত বাংলাদেশ।

সংস্থার মিশন

মমতার মূল মিশন/লক্ষ্য হল বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক সনদের আলোকে এদেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন। উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুদৃঢ় করণের জন্য মমতা দক্ষ কর্মী বাহিনীর মাধ্যমে সেবার মান বৃদ্ধি এবং উন্নয়নমূলক কাজে আপামর জনসাধারণের সহযোগিতার মাত্রা বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাওয়া।

আঞ্চলিক প্রধান কর্মকর্তার/জেলা সমন্বয়কের নাম.পদবী,ফোন ও ইমেইল আকিকুল ইসলাম
সহকারী পরিচালক
01719-323760
akikul.mamatabd@gmai.com
ই-মেইল ও ওয়েবসাইট mamatahq@yahoo.com
ওয়েব সাইটঃ http://www.mamatabd.org
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য নিবন্ধন কৃতপক্ষের নামঃ মাজ কল্যাণ অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ ১২৩৪/১৯৮৬
নিবন্ধন তারিখঃ 21 July 1986
নিবন্ধন কৃতপক্ষের নামঃ এনজিও বিষয়ক ব্যুরো
নিবন্ধন নম্বরঃ ১১৮১
নিবন্ধন তারিখঃ 20 January 1997
নিবন্ধন কৃতপক্ষের নামঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ পপ/ চট্ট/ ২১/ ৮৩
নিবন্ধন তারিখঃ 01 September 1983
নিবন্ধন কৃতপক্ষের নামঃ স্বাস্থ্য অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ ৩৭৬৬
নিবন্ধন তারিখঃ 09 February 2014
সংস্থার কর্ম এলাকা (কুমিল্লা) জেলার সংখ্যা কুমিল্লা টি
উপজেলার সংখ্যা ৭ টি
সংস্থার কর্ম এলাকা (বাংলাদেশ) জেলাঃ ৯ টি জেলা টি
অভীষ্ট জনগোষ্ঠী ( ধরণ )
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা প্রায় ২০০০
সংস্থা সংশ্লিষ্ট দাতা সংস্থার নাম

এমআরএ, পিকেএসএফ, সমাজ কল্যান মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ব্র্যাক, সিডিএফ, এনজিও ফোরাম, অনুকূল ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, বালাদেশ ব্যাংক, সমাজসেবা অধিদপ্তর, যুবউন্নয়ন অধিদপ্তর, বিশ্বব্যাংক, ইউনিসেফ, উএনএফপিএ, সেভ দ্য চিলড্রেন, বিএসআর, ইয়ংওয়ান, কেয়ার ইন্টারন্যাশনাল,

সংস্থায় পরিচালিত বর্তমান প্রকল্পের সংখ্যা ও চলমান প্রকল্পসমূহ
সংক্ষিপ্ত বিবরণ
সংস্থায় সমাপ্ত প্রকল্পের সংখ্যা
সংক্ষিপ্ত বিবরণ
নেটওয়ার্ক ন্যাশনাল, রিজিওনাল ও ইন্টারম্যাশনাল

সংস্থার তথ্য প্রধানকারী কর্মকর্তার নাম ঠিকানা, মোবাইল নং, ইমেইল

স্বপ্না তালুকদার,
সিনিয়র পরিচালক সমম্বয়, মমতা,
mamatahq@yahoo.com
01819-322493

মমতা এর ছবি ঘর

i.ngo_gimage.url