Prokash

প্রকাশ

বিস্তারিত তথ্য

শিরোনাম বর্ণনা
প্রতিষ্ঠানের নাম (বাংলা ও ইংরেজি) প্রকাশ
Prokash
চেয়ারপারসন (ছবি ও নাম) ছবি নাই
মো: অহিদুর রহমান
নির্বাহী পরিচালক (ছবি ও নাম) ছবি নাই
মারুফ আলম ভূইয়া
প্রধান কার্যালয় (ঠিকানা)

গ্রামঃ বরাট, ডাকঘরঃ মাধাইয়া বাজার, উপজেলাঃ দেবিদ্বার, জেলাঃ কুমিল্লা -৩৫১১.

স্থানীয় কার্যালয় (ঠিকানা)

গ্রামঃ বরাট, ডাকঘরঃ মাধাইয়া বাজার, উপজেলাঃ দেবিদ্বার, জেলাঃ কুমিল্লা -৩৫১১.

সংস্থার প্রতিষ্টাকাল ০১-০১-১৯৯০ খ্রি.
আমাদের সম্পর্কে

প্রকাস সংস্থাটি ১৯৯০ সাল থেকে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি আদায়ের সংগ্রমের স্বপ্ন নিয়ে সম্পূর্ন আত্ব নির্ভরশীল প্রক্রিয়ায় নিজস্ব সঞ্চয় ও স্থানীয় সম্পদের সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন, বেকারদের প্রশিক্ষন ও কর্ম সংস্থানসহ সমাজ ও জাতীকে স্ব-নির্ভর করে তোলার লক্ষ্যে গঠিত হয় ”প্রকাস’’ ( প্রশিক্ষণ কর্ম-সংস্থান ও আর্থ- সামাজিক উন্নয়ন সংস্থা)
প্রকাস সংস্থাটি সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা থেকে ২২.০৭.১৯৯০ইং তারিখে নিবন্ধন গ্রহন করে। যার নং কুমি-৩৭৯. তারপর ২২.০১.২০০৪ সালে এনজিও বিষয়ক বুরো থেকে নিবন্ধন গ্রহন করে। যার নং ১৯০২.
তাছাড়া মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি থেকে ২১.০১.২০০৯ইং তারিখে নিবন্ধন গ্রহন করে। যার নং ০৩৬৪৭-০১৩০১-০০৩৭০. সংস্থাটির ২১ সদস্য বিশিষ্ট সাধারন পরিষদ রয়েছে। এর মধ্য থেকে ৭ জন কে নিয়ে কার্যকরী কমিটি গঠিত।

কর্মরত কর্মীর সংখ্যা ৪০ জন
সংস্থার ভিশন

সংস্থার মিশন

আঞ্চলিক প্রধান কর্মকর্তার/জেলা সমন্বয়কের নাম.পদবী,ফোন ও ইমেইল
ই-মেইল ও ওয়েবসাইট
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য নিবন্ধন কৃতপক্ষের নামঃ সমাজসেবা অধিদফতর
নিবন্ধন নম্বরঃ কুমি-৩৭৯/১৯৯০
নিবন্ধন তারিখঃ 22 July 1990
নিবন্ধন কৃতপক্ষের নামঃ এনজিও বুরো
নিবন্ধন নম্বরঃ ১৯০২
নিবন্ধন তারিখঃ 21 January 2004
নিবন্ধন কৃতপক্ষের নামঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, ঢাকা
নিবন্ধন নম্বরঃ ০৩৬৪৭-০১৩০৬-০০৩৭০
নিবন্ধন তারিখঃ 21 January 2009
নিবন্ধন কৃতপক্ষের নামঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, ঢাকা
নিবন্ধন নম্বরঃ ০৩৬৪৭-০১৩০৬-০০৩৭০
নিবন্ধন তারিখঃ 21 January 2009
নিবন্ধন কৃতপক্ষের নামঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, ঢাকা
নিবন্ধন নম্বরঃ ০৩৬৪৭-০১৩০৬-০০৩৭০
নিবন্ধন তারিখঃ 21 January 2009
সংস্থার কর্ম এলাকা (কুমিল্লা)
সংস্থার কর্ম এলাকা (বাংলাদেশ)
অভীষ্ট জনগোষ্ঠী ( ধরণ )
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৪০ জন
সংস্থা সংশ্লিষ্ট দাতা সংস্থার নাম
সংস্থায় পরিচালিত বর্তমান প্রকল্পের সংখ্যা ও চলমান প্রকল্পসমূহ
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নাম মাইক্রোফাইন্যান্স কার্যক্রম
প্রকল্প এলাকা দেবিদ্বার, চান্দিনা, মুরাদনগর, দাউদকান্দি, বুড়িচং, বরুড়া, কুমিল্লা সদর
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ সমাজে পিছিয়ে পড়া দারিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়ন, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করার জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত করা।
প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে আয় বর্ধকমূলক কর্মসুচীতে সৃষ্টি করা।
ইস্যুভিত্তিক আলোচনা করে সদস্যদের সচেতনতা বৃদ্ধি করা।
সদস্যদের কে সঞ্চয়ী মনোভাব ও নিজস্ব পুজিগঠনে সহায়তা করা।
স্ব-কর্মসংস্থান সৃষ্ঠির মাধ্যমে বেকারত্ব দূর করা।
অর্থনৈতিক কাজে নারীর অংশগ্রহন নিশ্চিত করা।
সদস্যদের মানবিক মূল্যবোধ ও অধিকার সম্পর্কে সচেতন করা।
পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা সহায়তার মাধ্যমে দারিদ্রতা হ্রাস করা।
প্রকল্পের অর্থায়ন সদস্যের সঞ্চয়, ব্যাংক ঋণ ও ম্যাক ডেভেলপমেন্ট ফাউন্ডেশান, নিজস্ব তহবিল
প্রকল্পের নাম গৃহায়ন কর্মসুচী
প্রকল্প এলাকা দেবিদ্বার ও চান্দিনা,
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ প্রকাস ২০০৩ সাল থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের আর্থিক সহযোগিতায় সাধারন দরিদ্র মানুষের জীবন যাত্রার মৌলিক চাহিদা গৃহ সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়ে কাজ যাচ্ছে। দারিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামের দারিদ্র জনগোষ্ঠির সম্মানের সাথে বসবাস করার জন্য দীর্ঘমেয়াদী স্বল্প সুদে ঋণের মাধ্যমে গৃহ সমস্যা সমাধান করে যাচ্ছে। প্রকাস সংস্থা এ পর্যন্ত ৩৫০ জনকে গৃহ নির্মান ঋণ প্রদান করছেন। বর্তমানে সরকার প্রতিটি ঘরের জন্য ২৫০,০০০ টাকা ঋণ সহায়তা দিচ্ছে।
প্রকল্পের অর্থায়ন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিল
প্রকল্পের নাম ইডকল, বায়োগ্যাস এবং জৈব সার কর্মসুচী
প্রকল্প এলাকা কুমিল্লা , বি-বাড়িয়া, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ পচনশীল জৈব পদার্থ যেমন: গোবর, মুরগীর বিষ্ঠা ইত্যাদী জৈব পদার্থ বায়ুশুন্য অবস্থায় রাখলে যে পরিচ্ছন্ন জ্বালানী গ্যাস উৎপন্ন হয় তােই বায়োগ্যাস। এটি প্রাকৃতিক গ্যাসের মতোই জ্বলে, এতে গন্ধ নেই ও ধোয়া হয় না এবং গ্যাস দিয়ে রান্না করা যায়।
-পরিচ্ছন্ন ও নিরাপদ জ্বালানী পাওয়া যায়।
-ধোয়া হয় না, ফলে হাড়ি- পাতিল ও রান্নাঘর কালো হয় না।
-সময় বাচে এবং রান্নার পাশাপাশি অন্য কাজও করা যায়।
-লাকড়ির চুলার সৃষ্ট ধোয়া হতে চোখ জ্বালা করা, শ্বাসনালী ও ফুসফুসের নানা জটিলতা রোগ হওয়ার সম্ভাবনা থাকে তবে বায়োগ্যাস স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।
-প্ল্যান্টের উপজাত বায়োস্লারি (জৈব সার) ফসলি জমিতে ব্যবহার করা যায়।
প্রকল্পের অর্থায়ন অর্থ মন্ত্রনালয় ও বিশ্ব ব্যাংক
প্রকল্পের নাম ইডকল ও উন্নতচুলা কর্মসুচী
প্রকল্প এলাকা বুড়িচং, বরুড়া,
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ অল্পকালি স্বল্প ধোয়া অধিক সাশ্রয়ী ইডকল উন্নত চুলা। এই চুলায় রয়েছে রক উল এবং মেটালিক লাইনিং যা তাপের অপচয় রোধ করে এবং তাপের সবোর্চ্চ ব্যবহার নিশ্চিত করে।
-শতকারা ৫০-৬০ ভাগ জ্বালানী সাশ্রয় করে।
-রান্নাঘর পরিচছন্ন থাকে ও ধোঁয়া কালি হয় না।
-অভ্যন্তরীন বায়ু দূষন রোধ করে।
-এই চুলা তিন ধরনের হয়ে থাকে যেমন: পোর্টেবল চুলা, একমুখী চিমনি চুলা, দ্বিমুখী চিমনি চুলা।
প্রকল্পের অর্থায়ন অর্থ মন্ত্রনালয় ও বিশ্ব ব্যাংক
প্রকল্পের নাম সামাজিক উন্নয়ন কর্মসুচী
প্রকল্প এলাকা দেবিদ্বার, চান্দিনা,
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির । প্রকাস প্রতি বছরই বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা এর সার্বিক সহায়তায় চক্ষু সেবা প্রদান করে থাকে। মার্চ-২০২৪ সালে এই কর্মসুচীর আওতায় ৪০ জন চক্ষু রোগীদেরকে ছানী অপারেশন ও অন্যান্য চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
প্রকল্পের অর্থায়ন অর্থ মন্ত্রনালয় ও বিশ্ব ব্যাংক
সংস্থায় সমাপ্ত প্রকল্পের সংখ্যা
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নামঃ উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসুচী
প্রকল্প এলাকাঃ দেবিদ্বার ও চান্দিনা উপজেলা
প্রকল্পের মেয়াদঃ ২০০৫-২০১৫
প্রকল্পের কাজঃ এই কর্মসুচী আওতায় ঝরে পড়া দরিদ্র শিক্ষার্থীদের কে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত লিখা পড়া করার সুযোগ করে দেয়া হয়েছিল। যাদের বয়স ছিল ০৬-১২ বছরের মধ্যে। যে সকল অবিভাবক লেখা পড়ার প্রতি সচেতন নয় ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় না তাদেরকে উক্ত উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে অগ্রাধিকরে ভিত্তিতে লেখা পড়ার সুযোগ দেয়া হয়েছিল। বর্তমানে সরকার কর্তৃক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রতি জোড়ালো পদক্ষেপ গ্রহনের ফলে ছাত্র ছাত্রীর সংকট তৈরী হওয়ায় উক্ত শিক্ষা কার্যক্রম বর্তমানে বন্ধ রাখা হয়েছে।
প্রকল্পের অর্থায়নঃ ব্র্যাক
প্রকল্পের নামঃ সেইফ মাইগ্রেশন ফর বাংলাদেশী ওয়াকার্স
প্রকল্প এলাকাঃ চান্দিনা উপজেলা
প্রকল্পের মেয়াদঃ ২০১৪-২০১৫
প্রকল্পের কাজঃ সেইফ মাইগ্রেশন ফর বাংলাদেশী ওয়াকার্স এর আওতায় বিদেশে গমন ইচ্ছুকদের সচেতনামূলক যেমন: প্রশিক্ষন গ্রহন করা, দালারের মাধ্যমে না যাওয়া, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যথাযথ প্রমানপত্র রাখা এবং ওয়ার্ক পারমিট ও কাজের ধরন এবং প্রাপ্ত সুযোগ সুবিধার সম্পর্কে স্পষ্ট ধারনা নিয়ে বিদেশে গমনের বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করা হয়েছিল। উপার্জনকৃত টাকার যথাযথ ব্যবহার ইত্যাদী বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়েছে।
প্রকল্পের অর্থায়নঃ ব্র্যাক
প্রকল্পের নামঃ দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসুচী (ভিজিডি)
প্রকল্প এলাকাঃ দেবিদ্বার ও বুড়িচং উপজেলা
প্রকল্পের মেয়াদঃ ২০১৬-২০১৮
প্রকল্পের কাজঃ এই কর্মসুচীতে ভিজিডি কার্ডের আওতাভুক্ত দুঃস্থ মহিলাদেরকে আয়বর্ধক কর্মসুচী গ্রহনের মাধ্যমে স্ব-নির্ভর ও
ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষন কোর্সে অংশগ্রহন করা। প্রতি মাসে নিজ ব্যাংক হিসাবে ২০০ টাকা সঞ্চয় জমা করাএবং বরাদ্দকৃত ৩০ কেজি চাল স্থানীয় ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে প্রতি মাসে প্রদান করা হয় । মেয়াদশেষে সঞ্চিত টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আয় বর্ধকমূলক কাজে বিনিয়োগ করেন।
প্রকল্পের অর্থায়নঃ মহিলা বিষয়ক মন্ত্রনালয়
প্রকল্পের নামঃ মৌলিক স্বাক্ষরতা কর্মসুচী
প্রকল্প এলাকাঃ তিতাস কুমিল্লা
প্রকল্পের মেয়াদঃ ২০২০-২০২১
প্রকল্পের কাজঃ এই কর্মসুচীর আওতায় তিতাস উপজেলার ১৫-৪৫ বছরের নারী পুরুষদের মধ্যে জরীপ করে ১৮০০০ নিরক্ষর নারী পুরুষ তালিকাভুক্ত করা হয়। নারী ১৫০ ও পুরুষ ১৫০ টি শিক্ষা কেন্দ্র ৩০০ জন নারী ও পুরুষ শিক্ষক ও শিক্ষিকার মাধ্যমে উক্ত মৌলিক স্বাক্ষরতা কর্মসুচীর বাস্তবায়ন করা হয়েছে।
প্রকল্পের অর্থায়নঃ প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়
নেটওয়ার্ক ন্যাশনাল, রিজিওনাল ও ইন্টারম্যাশনাল

সংস্থার তথ্য প্রধানকারী কর্মকর্তার নাম ঠিকানা, মোবাইল নং, ইমেইল

প্রকাশ এর ছবি ঘর

i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url