Projukti Peeth

প্রযুক্তি পীঠ (একটি আর্থ-সামাজিক উন্নয়ণ প্রতিষ্ঠান)

বিস্তারিত তথ্য

শিরোনাম বর্ণনা
প্রতিষ্ঠানের নাম (বাংলা ও ইংরেজি) প্রযুক্তি পীঠ (একটি আর্থ-সামাজিক উন্নয়ণ প্রতিষ্ঠান)
Projukti Peeth
চেয়ারপারসন (ছবি ও নাম)
জনাব আবদুল হক
নির্বাহী পরিচালক (ছবি ও নাম) আমীন নার্গিস
আমীন নার্গিস
প্রধান কার্যালয় (ঠিকানা)

গ্রামঃ ফলকামুড়ী
পোঃ আমড়াতলী
ইউনিয়নঃ শিলমুড়ী দক্ষিণ
উপজেলাঃ বরুড়া
কুমিল্লা -৩৫০০।

স্থানীয় কার্যালয় (ঠিকানা)

ফলকামুড়ী,আমড়াতলী,বরুড়া,কুমিল্লা।

সংস্থার প্রতিষ্টাকাল ১৯৯৫ খ্রি.
আমাদের সম্পর্কে

সংস্থার ইতিকথাঃ
প্রযুক্তি পীঠের আভিধানিক অর্থ হল প্রযুক্তি বিস্তার এর ক্ষেত্র। প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে বরুড়া উপজেলার আমড়াতলীতে দেশের বরেণ্য অর্থনীতিবিদ, দার্শনিক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সাহিত্যিক, উন্নয়ন চিন্তাবিদ, সমাজ গবেষক ও সর্ব সাধারন মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলন "শিক্ষা ও মানব উন্নয়ন" এর মাধ্যমে গঠিত হয়। প্রখ্যাত দার্শনিক, লেখক ও চিন্তাবিদ আহমদ ছফা এ সংগঠনটির নামকরন করেন "প্রযুক্তি পীঠ"।

প্রযুক্তি পীঠ সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি সুফলভোগীগণদের সন্তানদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মননশীলতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে। তাছাড়া শিক্ষা সংস্কৃতি বিস্তার ও এর কর্মসূচী ও কার্যক্রমের অন্যতম বিশেষ দিক। এ লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নকল্পে বৃত্তিমূলক প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে এ সংগঠনটির।

প্রযুক্তি পীঠ সংগঠনটি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার দক্ষিন শিলমুড়ী ইউনিয়নের অন্তর্গত লালমাই পাহাড়ের পাদদেশে ফলকামুড়ী গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৯৯৫ সাল থেকে এর প্রাথমিক কার্যক্রম শুরু করে এবং ১৯৯৮ সালে সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধিত হয়। সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি গ্রামের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেয়।

কর্মরত কর্মীর সংখ্যা মোট ১০ জন। (পুরুষ: ০৭ জন ও মহিলা: ০৩ জন)
সংস্থার ভিশন

দর্শনঃ
বাংলাদেশের অনগ্রসর, পশ্চাদপদ ও দরিদ্র জনগোষ্ঠির মৌলিক ও স্থায়ী উন্নয়ন সাধন।

উদ্দেশ্যঃ
সংগঠনটির উদ্দেশ্য অন্য সব বেসরকারী সংস্থার উদ্দেশ্য থেকে ব্যতিক্রমধর্মী। প্রযুক্তি পীঠের কার্যক্রমের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যা লক্ষনীয়। যেমন এটা শুধু ক্ষুদ্রঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে না বরং সকল জনগোষ্ঠী যা কিশোর থেকে প্রাপ্ত বয়স্কদের মধ্যে সচেতনতা সৃষ্টি, প্রযুক্তি ও বিজ্ঞান মননশীলতা তৈরি, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং পরস্পরের মধ্যে সহযোগীতা ও মমত্ববোধের সৃষ্টি করার কার্যক্রম গ্রহন করে। তদুপরি শিক্ষা বৈষম্য দূর করে মহিলাদের ক্ষমতায়ন এবং স্থানীয় পর্যায়ে সরকারী কর্মচারীদের সঙ্গে জনগনের যোগাযোগ ও সম্পর্ক সৃষ্টির মাধ্যমে সরকারী সেবা ও সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা করে। সঙ্গে সঙ্গে মূলধনসৃষ্টি ও ক্ষুদ্রঋণের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নের জন্যও নিবেদিত। তদুপরি শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে প্রযুক্তি পীঠ অধিক গুরুত্ব দিয়ে থাকে।

সংস্থার মিশন

প্রযুক্তি পীঠ দরিদ্র জনগোষ্ঠির যে সব বাঁধাসমূহ তাদের জীবন ও জীবিকায় প্রভাব বিস্তার ও বাধার সৃষ্টি করে এসব ক্ষেত্রসমূহ যথা চরম দারিদ্র, অশিক্ষা, রোগব্যাধি ও অন্যান্য সামাজিক বাধাঁর ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করে। এ সংগঠন এর কর্মসূচী সামাজিক, আর্থিক ও পরিবেশগত দিক দিয়ে নতুন ধ্যান ধারনা ও প্রয়োগিক গবেষনার মাধ্যমে বাস্তবায়নে অঙ্গিকারবদ্ধ। প্রযুক্তি পীঠ বিশ্বাস করে এবং সক্রিয়ভাবে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, শিশু অধিকার, লিংগ বৈষম্য রহিতকরন এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আঞ্চলিক প্রধান কর্মকর্তার/জেলা সমন্বয়কের নাম.পদবী,ফোন ও ইমেইল আমীন নার্গিস
নির্বাহী পরিচালক
01794-531258
projuktipeeth95@gmail.com
ই-মেইল ও ওয়েবসাইট projukti_peeth@yahoo.com
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য নিবন্ধন কৃতপক্ষের নামঃ সমাজসেবা অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ কুমি/৭৯৬/৯৮
নিবন্ধন তারিখঃ 06 April 1998
নিবন্ধন কৃতপক্ষের নামঃ এনজিও বিষয়ক ব্যুরো
নিবন্ধন নম্বরঃ ২২২১
নিবন্ধন তারিখঃ 04 April 2007
নিবন্ধন কৃতপক্ষের নামঃ যুব উন্নয়ন অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ যুউঅ/কুম/যুস/রেজি: ৩৭৪
নিবন্ধন তারিখঃ 15 September 2003
নিবন্ধন কৃতপক্ষের নামঃ মাইক্রো-ক্রেডিট রেগুলেটরী অথরীটি
নিবন্ধন নম্বরঃ ০৩১০৯-০১৯৯৯-০০৫৪৭
নিবন্ধন তারিখঃ 02 March 2011
নিবন্ধন কৃতপক্ষের নামঃ জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস
নিবন্ধন নম্বরঃ সি ৭৬৩১২/০৯
নিবন্ধন তারিখঃ 16 April 2009
সংস্থার কর্ম এলাকা (কুমিল্লা) জেলার সংখ্যা ১ টি
উপজেলার সংখ্যা ৪ টি
সংস্থার কর্ম এলাকা (বাংলাদেশ) জেলাঃ ১ টি
অভীষ্ট জনগোষ্ঠী ( ধরণ )
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা মোট ১০ জন। (পুরুষ: ০৭ জন ও মহিলা: ০৩ জন)
সংস্থা সংশ্লিষ্ট দাতা সংস্থার নাম
সংস্থায় পরিচালিত বর্তমান প্রকল্পের সংখ্যা ও চলমান প্রকল্পসমূহ
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নাম 🔵 ক্ষুদ্রঋণ কর্মসূচী
প্রকল্প এলাকা কুমিল্লা
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ ক্ষুদ্রঋণের দ্বারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে দরিদ্র মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়ন সৃষ্টি করা।
প্রকল্পের অর্থায়ন সংস্থার নিজস্ব তহবিল, সদস্যদের সঞ্চয় ও পর্ষদ ঋণ।
প্রকল্পের নাম 🔴 গৃহায়ণ কর্মসূচী
প্রকল্প এলাকা কুমিল্লা
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ দরিদ্র জনগোষ্ঠির গৃহায়ন সমস্যা দূর করে বাসস্থানের সুযোগ সৃষ্টি করা।
গহহীন পরিবারকে নিরাপদে ও অনুকুল পরিবেশে গৃহে বসবাসের উপযোগী গৃহ নির্মানে ঋন প্রদান।
প্রকল্পের অর্থায়ন গৃহায়ণ তহবিল (ফান্ড ম্যানেজমেন্ট ইউনিট), বাংলাদেশ ব্যাংক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রকল্পের নাম 🟢 দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচী
প্রকল্প এলাকা জেলাঃ কুমিল্লা, উপজেলাঃ লালমাই, সদর দক্ষিণ ও আদর্শ সদর। জেলা: বান্দরবান, উপজেলা: বান্দরবান সদর।
প্রকল্পের মেয়াদ None
প্রকল্পের কাজ ভিজিডি উপকারভোগী মহিলাদের বিভিন্ন বিষয়ে জীবনদক্ষতা মূলক ও আয়বর্ধক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
প্রকল্পের অর্থায়ন অর্থায়ন ও সার্বিক সহযোগীতাঃ মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রকল্পের নাম 🟣 আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম
প্রকল্প এলাকা জেলা: কুমিল্লা, উপজেলা: বরুড়া।
প্রকল্পের মেয়াদ None
প্রকল্পের কাজ ৮-১৪ বছর বয়সী ঝরেপরা শিশুদের মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা প্রদান।
স্কুল সংখ্যা: ১৫ টি।
শিক্ষার্থী সংখ্যাঃ ৪৫০ জন।
প্রকল্পের অর্থায়ন অর্থায়ন ও কারিগরী সহযোগীতা: উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। সহযোগী সংস্থা: ব্র্যাক।
প্রকল্পের নাম 🟠 ক্ষুদ্র ব্যবসায় সহায়তা প্রদান কর্মসুচী
প্রকল্প এলাকা জেলা: কুমিল্লা, উপজেলা: বরুড়া।
প্রকল্পের মেয়াদ None
প্রকল্পের কাজ ক) জরিপের মাধ্যমে ৮ জন দরিদ্র অসহায় ব্যক্তিকে উপকারভোগী হিসেবে নির্বাচন।
(খ) উপকারভোগীদের ক্ষুদ্র ব্যবসায় উদ্বুদ্ধকরন।
(গ) উপকারভোগীদের নিয়ে সভা করে তাদের সামর্থ্য অনুযায়ী ব্যবসার ধরন নির্বারন।
(ঘ) ৮ জন দরিদ্র অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০০০০ (দশ হাজার) টাকা করে ব্যবসার পুঁজি হিসেবে
অনুদান প্রদান।

☞ দরিদ্র অসহায় ব্যক্তিকে ব্যবসার পুঁজি প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র বিমোচনে সহায়তা করা এবং ক্ষুদ্র ব্যবসায় উদ্বুদ্ধকরনের মাধ্যমে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনা।
প্রকল্পের অর্থায়ন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন
প্রকল্পের নাম ⚫️ ছাগল পালন কর্মসূচী
প্রকল্প এলাকা জেলা: কুমিল্লা, উপজেলা: বরুড়া।
প্রকল্পের মেয়াদ None
প্রকল্পের কাজ ক) জরিপের মাধ্যমে ১৬ জন দরিদ্র অসহায় ব্যক্তিকে উপকারভোগী হিসেবে নির্বাচন।
(খ) উপকারভোগীদের নিয়ে সভা করে ছাগল পালনের সুফল নিয়ে আলোচনা ও উদ্বুদ্ধকরন করা হয়।
(গ) ১৬ জন দরিদ্র অসহায় ব্যক্তির প্রত্যেককে ২টি করে ছাগল অনুদান হিসেবে প্রদান করা হয়।

☞ দরিদ্র অসহায় ব্যক্তিকে বিনামূল্যে ২টি ছাগল প্রদান ও ছাগল পালনের মাধ্যমে দরিদ্র অসহায় ব্যক্তিদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র বিমোচনে সহায়তা করা।
প্রকল্পের অর্থায়ন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।
প্রকল্পের নাম 🟡 স্বাস্থ্য সেবা কর্মসূচী ⚪️
প্রকল্প এলাকা জেলা: কুমিল্লা, উপজেলা: বরুড়া।
প্রকল্পের মেয়াদ None
প্রকল্পের কাজ সপ্তাহে ১ দিন একজন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
* এ পর্যন্ত ৫২২০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
* দরিদ্র রোগীদের মাঝে বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়।
* ১০৫ জন মহিলাকে স্বাস্থ্য সেবিকা প্রশিক্ষন প্রদান করা হয়।
* ১০৫ জন মহিলাকে ধাত্রী বিদ্যা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়
* প্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রীদের মাধ্যমে প্রসূতি মায়েদের সেবা প্রদান করা হচ্ছে।
* স্বাস্থ্য সেবিকা কর্তৃক উঠান বৈঠক ও হেলথ সেশন এর মাধ্যমে এলাকার জনগনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা করা হচ্ছে।
প্রকল্পের অর্থায়ন ২০০০ সাল থেকে নিজস্ব অর্থায়ন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত।
সংস্থায় সমাপ্ত প্রকল্পের সংখ্যা
সংক্ষিপ্ত বিবরণ
নেটওয়ার্ক ন্যাশনাল, রিজিওনাল ও ইন্টারম্যাশনাল

সংস্থার তথ্য প্রধানকারী কর্মকর্তার নাম ঠিকানা, মোবাইল নং, ইমেইল

নূরে আলম,
পদবীঃ- ব্যবস্থাপক,
মোবাইল নম্বর: 01887-898015,
ইমেইল: noorealom00@gmail.com

প্রযুক্তি পীঠ (একটি আর্থ-সামাজিক উন্নয়ণ প্রতিষ্ঠান) এর ছবি ঘর

i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url