People's Welfare Foundation (PWF)

পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন

বিস্তারিত তথ্য

শিরোনাম বর্ণনা
প্রতিষ্ঠানের নাম (বাংলা ও ইংরেজি) পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন
People's Welfare Foundation (PWF)
চেয়ারপারসন (ছবি ও নাম)
Kazi Nazrul Islam
নির্বাহী পরিচালক (ছবি ও নাম) Md Emdadul Hoque
Md Emdadul Hoque
প্রধান কার্যালয় (ঠিকানা)

গ্রাম- কৈত্রা, ডাকঘর- উত্তর গাজীপুর, উপজেলা- লাকসাম, জেলা- কুমিল্লা।

স্থানীয় কার্যালয় (ঠিকানা)

গ্রাম- কৈত্রা, ডাকঘর- উত্তর গাজীপুর, উপজেলা- লাকসাম, জেলা- কুমিল্লা।

সংস্থার প্রতিষ্টাকাল ১৫ই মার্চ ২০০৪ খ্রি.
আমাদের সম্পর্কে

পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০০৪ সালে কুমিল্লা জেলার অর্ন্তগত লাকসাম উপজেলার কৈত্রা গ্রাম থেকে যাত্রা শুরু করে। শুরু থেকে প্রতিষ্ঠানটি সমাজে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠি তথা দরিদ্র শ্রমজীবি, ভূমিহীন, প্রান্তিক চাষীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্মকান্ড সম্প্রসারণের ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য প্রতিটি কর্মকান্ডের টেকসহিতা, গুণগতমান ও কার্যকারিতার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে। প্রতিষ্ঠানের কার্যক্রমে অভিষ্ঠজনগোষ্ঠির জীবনঘনিষ্ট বেশকিছু আবশ্যক চাহিদার সংমিশ্রণ ঘটানো হয়েছে- যার মধ্যে অন্যতম হচ্ছে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্যানিটেশন ইত্যাদি।

কর্মরত কর্মীর সংখ্যা মোট- ৪২ জন। নারীঃ ২৩ জন, পুরুষ: ১৯ জন
সংস্থার ভিশন

আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা।

সংস্থার মিশন

লক্ষিতজনগোষ্ঠি এবং তাদের নিকটবর্তী পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করা।

আঞ্চলিক প্রধান কর্মকর্তার/জেলা সমন্বয়কের নাম.পদবী,ফোন ও ইমেইল মোঃ ইকবাল হোসেন
ফাইন্যান্স ম্যানেজার
০১৭১২-০৬৪৫৬৫
aiqbal.hossain@gmail.com
ই-মেইল ও ওয়েবসাইট hoque.emdad@gmail.com
ওয়েব সাইটঃ http://peopleswelfarefoundation.org
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য নিবন্ধন কৃতপক্ষের নামঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি
নিবন্ধন নম্বরঃ ০০২৫৭-০০০৬৬-০০৬২৭
নিবন্ধন তারিখঃ 17 April 2012
নিবন্ধন কৃতপক্ষের নামঃ রেজিষ্টার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড র্ফামস
নিবন্ধন নম্বরঃ এস-৩৬৬৩(৪৫২)/২০০৪
নিবন্ধন তারিখঃ 15 March 2004
সংস্থার কর্ম এলাকা (কুমিল্লা) জেলার সংখ্যা ১ টি
উপজেলার সংখ্যা ৫ টি
সংস্থার কর্ম এলাকা (বাংলাদেশ) জেলাঃ ১ টি
অভীষ্ট জনগোষ্ঠী ( ধরণ ) অভীষ্ট জনগোষ্ঠী: আয় ও সম্পদের ভিত্তিতে যেসব জনগোষ্ঠী দারিদ্র সীমার মধ্যে এবং দারিদ্র সীমার নীচে বসবাস করেন, তারাই পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর অভীষ্ট জনগোষ্ঠী। অভীষ্ট জনগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো হচ্ছে- - গড়ে পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ ২৫,০০০ টাকা; - বছরের কোনো না কোনো সময় উপার্জনের উদ্দেশ্যে কায়িক শ্রম বিক্রয়; - উৎপাদন অথবা আয়বৃদ্ধিমূলক কাজে বিনিয়োগযোগ্য নিজস্ব মূলধনের অভাব বা অপর্যাপ্ততা; - বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ প্রাপ্তির সুযোগ বঞ্চিত; - গ্রামীণ এলাকার প্রেক্ষাপটে আবাদি জমি ও সম্পদের ভিত্তিতে বসতভিটা ছাড়া নিজস্ব আবাদি জমির পরিমাণ সর্বোচ্চ ৫০ শতাংশ। অনুর্বর এলাকার ক্ষেত্রে নিজস্ব আবাদি জমির পরিমাণ সর্বোচ্চ ১০০ শতাংশ; - নগর এলাকার প্রেক্ষাপটে ও আয়ের ভিত্তিতে গড়ে মাসিক পরিবারিক আয় সর্বোচ্চ ৩০,০০০ টাকা; - অন্যান্য: - ১৮-৬৫ বৎসর বয়সের নারী এবং ক্ষেত্র বিশেষে পুরুষ; - সংশ্লিষ্ট এলাকায় বসবাসের সময়কাল কমপক্ষে ১ বৎসর; - পরিবার/খানা প্রতি সর্বোচ্চ একজন সদস্য; - বিবাহিত বা বিবাহিতা; - অবিবাহিত বা অবিবাহিতা হলে বয়স কমপক্ষে ২০ বছর এবং সেই সাথে এমন প্রেক্ষাপট বিদ্যমান থাকা; - আবশ্যক যে, তিনি ব্যতিত ওই পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই; - পারিবারিক আয় কর্মকান্ডে সরাসরি নিজে জড়িত বিধবা বা স্বামীর সাথে সম্পর্ক নেই এমন নারী;
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা মোট- ৪২ জন। নারীঃ ২৩ জন, পুরুষ: ১৯ জন
সংস্থা সংশ্লিষ্ট দাতা সংস্থার নাম

১. মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
২. মার্কেন্টাইল ব্যাংক পিএলসি
৩. পূবালী ব্যাংক পিএলসি
৪. মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড
৫. ম্যাক ফাউন্ডেশন, কুমিল্লা
৬. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
৭. ব্র্যাক
৮. বাংলাদেশ এনজিও ফাইন্ডেশন

সংস্থায় পরিচালিত বর্তমান প্রকল্পের সংখ্যা ও চলমান প্রকল্পসমূহ
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নাম মাইক্রোফিন্যান্স ও শিক্ষা প্রকল্প
প্রকল্প এলাকা জেলাঃ কুমিল্লা
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ প্রোগ্রামের নামঃ মাইক্রোফাইন্যান্স কর্মসূচি
কর্মএলাকাঃ
জেলাঃ কুমিল্লা
শাখার সংখ্যাঃ ৪টি
উপজেলাঃ লাকসাম, বরুড়া, কুমিল্লা সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম ও লালমাই
ইউনিয়নের সংখ্যাঃ ২৬ টি
গ্রামঃ ১৩২ টি
সংগঠনঃ ১৯২ টি
সদস্য সংখাঃ ২,৯৯৫ জন
ঋণী সংখ্যাঃ ২,১১৫ জন
সঞ্চয় স্থিতিঃ ২,৩১,৯০,৩১৯ টাকা
ঋণ স্থিতিঃ ৮,৪৭,৩৪,০৪০ টাকা
ওটিআরঃ ৯৭.২৯%
সিআরআরঃ ৯৯.৫৬%
কর্মরত স্টাফঃ ২৫ জন (নারী- ৭ জন, পুরুষ-১৮ জন)

প্রকল্পের নামঃ শিক্ষা কার্যক্রম
প্রকল্প এলাকাঃ
জেলাঃ কুমিল্লা
উপজেলাঃ নাঙ্গলকোট
স্কুলঃ ১৬ টি
ছাত্র-ছাত্রী ৫১২ জন
কর্মরত স্টাফঃ ১৭ জন (নারী- ১৬ জন, পুরুষ-১ জন)
আর্থিক সহযোগীতায়ঃ ব্র্যাক
প্রকল্পের অর্থায়ন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড, ম্যাক ফাউন্ডেশন-কুমিল্লা।
সংস্থায় সমাপ্ত প্রকল্পের সংখ্যা
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নামঃ আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প
প্রকল্প এলাকাঃ লাকসাম উপজেলা
প্রকল্পের মেয়াদঃ ২০০৫ সাল হতে ২০১১ সাল পর্যন্ত
প্রকল্পের কাজঃ - বিনামূল্যে মোট ৩০টি নলকূপ স্থাপন করা হয়েছে। এই নলকূপগুলো ব্যবহারের মাধ্যমে প্রায় ৪০০টি পরিবার
বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত পানি ব্যবহার করছে;
- ৮০টি দুস্থ পরিবারের ৮০ জন সদস্যকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তাদের মাঝে ৮০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বতর্মানে তারা তাদের পরিবারে বাড়তি আয় করছে;
- দুস্থ ও অসহায় ১০ জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ১০টি হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা
হয়েছে;
- ২৯৫টি পরিবারকে বিনামূল্যে ২৯৫সেট স্যানিটেশন সামগ্রী প্রদান করার হয়েছে। তারা এখন স্বাস্থ্য সম্মত
পায়খানা ব্যবহার করছে। এখানে বিশেষভাবে লক্ষনীয় বিষয় হলো লাকসাম উপজেলার ১নং বাকই ইউনিয়নের
কৈত্রা গ্রামকে ১০০ভাগ স্যানিটেশনের আওতাভূক্ত করা হয়েছে:
- দুস্থ ও অসহায় নারীদের মাঝে বিনামূল্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে এবং ছাগল পালনের উপর তাদের
প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই ছাগল পালনের ফলে তাদের পরিবারের আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং দারিদ্রতা হ্রাস পেয়েছে;
- অভীষ্ট জনগোষ্টীর মধ্যে বিপুল সংখ্যক নার্সারীর ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে। এতে গ্রামীণ দরিদ্র পরিবারগুলোর মধ্যে চারা লাগানোর, চারার পরিচর্যার প্রবনতা বেড়েছে এবং পূর্বের তুলনায় বর্তমানে গাছের চারা লাগানোর অধিক আগ্রহ লক্ষ্য করা যায়। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, তেমনি গ্রামীণ দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে;
প্রকল্পের অর্থায়নঃ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন
নেটওয়ার্ক ন্যাশনাল, রিজিওনাল ও ইন্টারম্যাশনাল

সংস্থার তথ্য প্রধানকারী কর্মকর্তার নাম ঠিকানা, মোবাইল নং, ইমেইল

মোঃ কামরুল হাসান
এমআইএস অফিসার
পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন
কৈত্রা, লাকসাম, কুমিল্লা।
মোবাইল- ০১৭১৮৫৭৯১২৬
ইমেইল- kamrulpwf@gmail.com

পিপলস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ছবি ঘর