Palli Unnayan Parishad (PUP)

পল্লী উন্নয়ন পরিষদ (পউপ)

বিস্তারিত তথ্য

শিরোনাম বর্ণনা
প্রতিষ্ঠানের নাম (বাংলা ও ইংরেজি) পল্লী উন্নয়ন পরিষদ (পউপ)
Palli Unnayan Parishad (PUP)
চেয়ারপারসন (ছবি ও নাম)
কাজী মোঃ শামীম উদ্দীন
নির্বাহী পরিচালক (ছবি ও নাম) নাসরিন আক্তার
নাসরিন আক্তার
প্রধান কার্যালয় (ঠিকানা)

গ্রামঃ-আলীশ্বর,পোঃ আলীশ্বর , উপজেলাঃ- লালমাই, জেলাঃ- কুমিল্লা ।

স্থানীয় কার্যালয় (ঠিকানা)

গ্রামঃ-আলীশ্বর,পোঃ আলীশ্বর , উপজেলাঃ- লালমাই, জেলাঃ- কুমিল্লা ।

সংস্থার প্রতিষ্টাকাল ০৩/০৪/১৯৯৪ খ্রীঃ খ্রি.
আমাদের সম্পর্কে

সমাজের সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের ওমৌলিক অধিকার কথা চিন্তা করে ১৯৯০ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা সাবেক সদর বর্তমান লালমাই উপজেলা যুব পুরুষ মহিলা নিয়ে পল্লী উন্নয়ন পরিষদ (পউপ) গড়ে তোলেন । ১৯৯৪ সালে সমাজ সেবা অধিদপ্তর হতে নিন্ধন নিয়ে সংস্থার যাত্রা শুরু।১৯৯৫ সালে শিক্ষা ,স্বাস্থ, স্যনিটেশন , নিরাপদ পানি ও কর্ম সংস্থানের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নে কাজ শুরু করে । এই সফলতার হাত ধরে কুমিল্লা জেলার বাইরে কিশোরগন্জ , নোয়াখালী , বি বাড়িয়া , চাঁদপুর জেলা এবং ঢাকা , খুলনা ,
চট্রগ্রাম , শহরে কাজ করেছে। ১৯৯৮ সালেক্ষুদ্রঋণ কার্যক্রম চালু করে । ক্ষুদ্রঋণের সাথে সংস্থাদরিদ্র জনগনের মধ্যে ঘর নির্মানের জন্য গৃহায়ণ ঋণ প্রদান করে ।তাই পল্লী উন্নয়ন পরিষদ ( পউপ ) সুচিন্তিত নীতি নির্ধারণী , সঠিক ব্যবস্থাপনা ও দক্ষ কর্মী ও মেধা ,শ্রম ,নিষ্ঠার ফসল হিসাবে প্রতিস্ঠান আজ শক্ত ভিত্তিতে দাঁড়িয়েছে।

কর্মরত কর্মীর সংখ্যা ২৯
সংস্থার ভিশন

নারী পুরুষের সমতা ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা, মৌলিক ও মানবাধিকার নিশ্চিয়তা বিধান সহ আর্থ-সামাজিক উন্নয়ন।

সংস্থার মিশন

সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিত দরিদ্র জনগোষ্ঠি বিশেষ করে নারীদেরকে উৎপাদন মুখী কর্মকান্ডে সম্পৃক্ত করণ এবং তাদের অবস্থার উন্নয়ন ।

আঞ্চলিক প্রধান কর্মকর্তার/জেলা সমন্বয়কের নাম.পদবী,ফোন ও ইমেইল আক্তার হোসেন
অডিট ম্যানেজার
০১৭৪০ ৯৮৮৭০৪
malek_pup@yahoo.com
ই-মেইল ও ওয়েবসাইট malek_pup@yahoo.com
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য নিবন্ধন কৃতপক্ষের নামঃ সমাজসেবা অধিদপ্তর ।
নিবন্ধন নম্বরঃ কুমি-৫২৫/৯৪,
নিবন্ধন তারিখঃ 03 April 1994
নিবন্ধন কৃতপক্ষের নামঃ এনজিও বিষয়ক ব্যুরো
নিবন্ধন নম্বরঃ ২৩৮৭
নিবন্ধন তারিখঃ 13 September 2008
নিবন্ধন কৃতপক্ষের নামঃ মাক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি
নিবন্ধন নম্বরঃ ০১৬৬-০০৮৩২-০০৪৪০
নিবন্ধন তারিখঃ 19 August 2009
নিবন্ধন কৃতপক্ষের নামঃ যুব উন্নয়ন অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ যুউঅ/কুম/স্বীকৃতি/২৯/১৮
নিবন্ধন তারিখঃ 01 January 2018
সংস্থার কর্ম এলাকা (কুমিল্লা) জেলার সংখ্যা কুমিল্লা টি
উপজেলার সংখ্যা ৪টি টি
সংস্থার কর্ম এলাকা (বাংলাদেশ) জেলাঃ বাংলাদেশ টি
অভীষ্ট জনগোষ্ঠী ( ধরণ ) সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিত দরিদ্র জনগোষ্ঠি বিশেষ করে নারীদেরকে উৎপাদন মুখী কর্মকান্ডে সম্পৃক্ত করে এবং তাদের সামর্থ ওসমতা বৃদ্ধির মাধ্যমে চাহিদা ভিত্তিক কর্মসুচি প্রণয়ন ও বাস্তবায়ন । অর্থনৈতিক উন্নয়নের পাশাশি অন্যান্য উন্নয়ন মুলক কর্মসূচী যেমন ঃ- শিক্ষা , স্বাস্থ্য ,স্যানিটেশন , ও নিরাপদ পানি পরিবেশন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা ।
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ২৯
সংস্থা সংশ্লিষ্ট দাতা সংস্থার নাম

সদস্যদের সঞ্চয় , সংস্থার আয়, ম্যাক ফাউন্ডেশন, ও বাংলাদেশ ব্যাংক গৃহায়ণ তহবিল।

সংস্থায় পরিচালিত বর্তমান প্রকল্পের সংখ্যা ও চলমান প্রকল্পসমূহ
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নাম None
প্রকল্প এলাকা None
প্রকল্পের মেয়াদ None
প্রকল্পের কাজ
প্রকল্পের অর্থায়ন None
প্রকল্পের নাম র্সমিতি গঠন, ঋণকার্যক্রম ,গৃহায়ণ , শিক্ষা ,মাদকাশক্তি প্রতিরোধ ,নারীর ক্ষমতায়ন,বাল্যবিবাহ রোধ,মানবাধিকার, শিশু ওনারীপাচার প্রতিরোধও উদ্ধুদ্ধকরণ।
প্রকল্প এলাকা কুমিল্লা
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ র্সমিতি গঠন, ঋণকার্যক্রম ,গৃহায়ণ , শিক্ষা ,মাদকাশক্তি প্রতিরোধ ,নারীর ক্ষমতায়ন,বাল্যবিবাহ রোধ,মানবাধিকার, শিশু ওনারীপাচার প্রতিরোধও উদ্ধুদ্ধকরণ।
প্রকল্পের অর্থায়ন সদস্যদের সঞ্চয়, সংস্থার আয়, ম্যক ফাউন্ডেশন, গৃহায়ণ তহবিল বাংলাদেশ ব্যাংক
সংস্থায় সমাপ্ত প্রকল্পের সংখ্যা
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নামঃ বয়স্ক শিক্ষা
প্রকল্প এলাকাঃ কুমিল্লা , চাঁদপুর , বি বাড়িয়া , নোয়াখালীি কিশোরগন্জ এবং ঢাকা সিটি খুলনা সিটি ও চট্রগ্রাম
প্রকল্পের মেয়াদঃ ৯ মাস
প্রকল্পের কাজঃ স্বাক্ষরতার হার বৃদ্ধির জন্য সরকার বয়স্ক শিক্ষা প্রকল্প চালু করে পউপ বিভিন্ন জেলা উপজেলায় বাস্তবায়ন করে আসছে।
প্রকল্পের অর্থায়নঃ শিক্ষা অধিদপ্তর
প্রকল্পের নামঃ উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি
প্রকল্প এলাকাঃ কুমিল্লা জেলার লালমাই ,লাকসাম, সদর দক্ষিণ ইপজেলা
প্রকল্পের মেয়াদঃ ৩বছর , ৫বছর
প্রকল্পের কাজঃ পউপ ১৯৯৫ খ্রিঃ হতে প্রাথমিক বিদ্যালয় হতে ঝড়ে পড়া এবং যে গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সে সমস্ত এলাকায় ব্র্যাক এর আর্থিক সহায়তা এবং সংস্থা নিজ উদ্যোগে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে থাকেন ।
প্রকল্পের অর্থায়নঃ ব্র্যাক
প্রকল্পের নামঃ মাতৃত্বকাল মা’দের কর্মসূচী
প্রকল্প এলাকাঃ কুমিল্লা জেলার মনোহর গন্জ ,চৌদ্দগ্রাম, বরুড়া উপজেলা
প্রকল্পের মেয়াদঃ ২বছর
প্রকল্পের কাজঃ প্‌উপ কর্মসূচীর মাধ্যমে দরিদ্র মা ও শিশুমৃত্যূর হার হ্রাস মাতৃ দুগ্ধপান, গর্ভঅবস্থায় উন্নতি পুষ্ঠি, প্রভুতি বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর এর আর্থিক সহযোগীতা য় এবং মডিউল অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করে।
প্রকল্পের অর্থায়নঃ মহিলা বিষয়ক অধিদপ্তর ।
প্রকল্পের নামঃ কম্পি্‌উটার প্রশিক্ষণ ।
প্রকল্প এলাকাঃ কুমিল্লা জেলার , লালমাই ও লাকসাম উপজেলা
প্রকল্পের মেয়াদঃ ৩ মাস ।
প্রকল্পের কাজঃ কুমিল্লা জেলার লালমাই ও লাকসাম উপজেলায় নারীদের দক্ষতা উন্নয়নে ৩মাসের প্রশিক্ষণ দেওয়া হয়।
৩ মাস করে ৪ব্যাচে মোট ১২০ জন নারীকে প্রশিক্ষণ করানো হয়।
প্রকল্পের অর্থায়নঃ আই সি টি মন্ত্রণালয় ।
প্রকল্পের নামঃ ভিজিডি প্রকল্প
প্রকল্প এলাকাঃ কুমিল্লা জেলার বরুড়া, চান্দিনা ও খাগড়াছড়ি।
প্রকল্পের মেয়াদঃ ১ বছর ৪মাস
প্রকল্পের কাজঃ উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিয়নে পউপ মহিলা বিষয়ক অধিদপ্তরে মাধ্যমে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) প্রকল্পের উপকার ভোগীদের আর্থ সামজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ভিজিডি সদস্যদের মাসিক সঞ্চয় জমা মাসিক চাউল পাওয়ার সহায়তা আইজি এ প্রশিক্ষণ ,ঋণ প্রাপ্তির সহ্ায়তাপ্রদান করে ।
প্রকল্পের অর্থায়নঃ মহিলা বিষয়ক অধিদপ্তর
নেটওয়ার্ক ন্যাশনাল, রিজিওনাল ও ইন্টারম্যাশনাল

সংস্থার তথ্য প্রধানকারী কর্মকর্তার নাম ঠিকানা, মোবাইল নং, ইমেইল

হুমায়ুন কবির
আলীশ্বর
লালমাই
কুমিল্লা
০১৮৬৫ -০৪৫৫৪৭
malek_pup@yahoo.com

পল্লী উন্নয়ন পরিষদ (পউপ) এর ছবি ঘর

i.ngo_gimage.url