Development Initiative For Human Advancement(DIHA)

ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ ফর হিউম্যান এ্যাডভান্সমেন্ট(দিয়া)

বিস্তারিত তথ্য

শিরোনাম বর্ণনা
প্রতিষ্ঠানের নাম (বাংলা ও ইংরেজি) ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ ফর হিউম্যান এ্যাডভান্সমেন্ট(দিয়া)
Development Initiative For Human Advancement(DIHA)
চেয়ারপারসন (ছবি ও নাম)
Md Yunus
নির্বাহী পরিচালক (ছবি ও নাম) Mohammed Abul Kashem
Mohammed Abul Kashem
প্রধান কার্যালয় (ঠিকানা)

একে ভবন (২য় তলা), হোল্ডিং নং-৮৬৫, শহীদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সড়ক, দৌলতপুর (পশ্চিম পাড়া), আদর্শ সদর, কুমিল্লা, বাংলাদেশ ।
মোবাইল নম্বর: 01816-474536, 01716-474232. ই-মেইল: dihaorg008@gmail.com

স্থানীয় কার্যালয় (ঠিকানা)

একে ভবন (২য় তলা), হোল্ডিং নং-৮৬৫, শহীদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সড়ক, দৌলতপুর (পশ্চিম পাড়া), আদর্শ সদর, কুমিল্লা, বাংলাদেশ ।
মোবাইল নম্বর: 01816-474536, 01716-474232. ই-মেইল: dihaorg008@gmail.com

সংস্থার প্রতিষ্টাকাল ১৭ জুন, ২০০৮ খ্রি.
আমাদের সম্পর্কে

ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ ফর হিউম্যান এ্যাডভান্সমেন্ট (দিয়া) স্থানীয় পর্যায়ে অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা। ২০০৮ সালে কতিপয় উদ্যমী ব্যক্তির মানবহিতৈষী নিরন্তর প্রচেষ্টায় “দিয়া” সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এগিয়ে চলে কল্যাণ ও জনবান্ধব কর্মকান্ডে। ক্রমান্বয়ে যুক্ত হয় সৃজনশীলতা ও বহুমাত্রিক কর্মকান্ড। “দিয়া” সংস্থাটির সকল পরিষেবা উন্নয়ন-বর্ধনে নিয়োজিত, সাধারণ জনগোষ্ঠীর উৎকর্ষ-সাধনে নিবেদিত।

কর্মরত কর্মীর সংখ্যা ৪১ জন
সংস্থার ভিশন

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন-সাধন এবং সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা।

সংস্থার মিশন

অভীষ্ট জনগোষ্ঠীকে সুসংগঠিতকরণ, মানবসম্পদ উন্নয়নে বস্তুুনিষ্ঠ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, সম্পদ সক্ষমতা-সম্ভাবনার সর্বোচ্চ বিকল্প ব্যবহার, অন্তর্ভূক্তিমূলক আর্থিক সেবাপরিষেবা প্রদান এবং পরিবার ও সমাজের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিতকরণ।

আঞ্চলিক প্রধান কর্মকর্তার/জেলা সমন্বয়কের নাম.পদবী,ফোন ও ইমেইল মোহাম্মদ আবুল কাশেম
নির্বাহী পরিচালক
01816-474536, 01716-474232.
dihaorg008@gmail.com
ই-মেইল ও ওয়েবসাইট dihaorg008@gmail.com
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য নিবন্ধন কৃতপক্ষের নামঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি
নিবন্ধন নম্বরঃ ২১১১২-০১০৩৪-০০৭৯১
নিবন্ধন তারিখঃ 01 November 2017
নিবন্ধন কৃতপক্ষের নামঃ সমাজসেবা অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ কুমি-২০৭৯/২০১৬
নিবন্ধন তারিখঃ 24 November 2016
নিবন্ধন কৃতপক্ষের নামঃ জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মস
নিবন্ধন নম্বরঃ এস-৯১৫৬/২০০৯
নিবন্ধন তারিখঃ 09 April 2009
নিবন্ধন কৃতপক্ষের নামঃ যুব উন্নয়ন অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ যুউঅ/কুম/স্বীকৃতি-৮২/১৮
নিবন্ধন তারিখঃ 01 January 2018
সংস্থার কর্ম এলাকা (কুমিল্লা) জেলার সংখ্যা কুমিল্লা জেলা টি
উপজেলার সংখ্যা ৮ টি
সংস্থার কর্ম এলাকা (বাংলাদেশ) জেলাঃ সমগ্র বাংলাদেশ টি
অভীষ্ট জনগোষ্ঠী ( ধরণ ) জনসাধারণকে আর্থ-সামাজিক উন্নয়নে সুসংগঠিত ও উদ্বুদ্ধ করা। খাদ্যপুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতন করা, চিকিৎসাসেবা প্রদান ‍ও অপুষ্টি দূর করা। নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা স্থাপনে কারিগরি ও আর্থিক সহয়তা প্রদান করা। নির্যাতন, যৌতুক, অকারণে তালাক ও বহুবিবাহ প্রতিরোধে নারীদের উদ্বুদ্ধ করা এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা। বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও অসাজিক কার্যকলাপ প্রতিরোধে কল্যাণধর্মী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা। অনাথ শিশু, প্রবীন, প্রতিবন্দ্ধী ও অসহায় ব্যক্তিদের পুনর্বাসনে সহয়তা এবং সমাজ হতে ভিক্ষাবৃদ্ধি নির্মূলে সহয়তা করা। শিশু-কিশোরদের বিদ্যালয়মুখী করা, শিশু অধিকার প্রতিষ্ঠা এবং গরিব মেধাবিদের সহযোগিতা করা। আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে আর্থিক সেবাপরিষেবা প্রদান এবং দারিদ্র বিমোচন করা। স্ব-কর্মসংস্থান ও মজুরিভিত্তিক কর্মসংস্থান সৃস্টিতে নারী-পুরুষ নির্বিশেষে সকলের দক্ষতা বৃদ্ধি করা এবং পরিবেশ সংরক্ষণ, পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়ন এবং ‍দুর্যোগোত্তর ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৪১ জন
সংস্থা সংশ্লিষ্ট দাতা সংস্থার নাম

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, নির্বাহী সদস্য হতে ঋণ, সদস্যদের সঞ্চয়, সংস্থার নিজস্ব তহবিল, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন।

সংস্থায় পরিচালিত বর্তমান প্রকল্পের সংখ্যা ও চলমান প্রকল্পসমূহ
সংক্ষিপ্ত বিবরণ
সংস্থায় সমাপ্ত প্রকল্পের সংখ্যা
সংক্ষিপ্ত বিবরণ
নেটওয়ার্ক ন্যাশনাল, রিজিওনাল ও ইন্টারম্যাশনাল

সংস্থার তথ্য প্রধানকারী কর্মকর্তার নাম ঠিকানা, মোবাইল নং, ইমেইল

মোঃ আবুল বাশার,
পদবীঃ- সহকারী পরিচালক,
মোবাইল নম্বর: 01840-618878,
ইমেইল: dihaorg008@gmail.com

ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ ফর হিউম্যান এ্যাডভান্সমেন্ট(দিয়া) এর ছবি ঘর