Voluntary Association for Rural Development (VARD)

ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড)

বিস্তারিত তথ্য

শিরোনাম বর্ণনা
প্রতিষ্ঠানের নাম (বাংলা ও ইংরেজি) ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড)
Voluntary Association for Rural Development (VARD)
চেয়ারপারসন (ছবি ও নাম)
এটিএম বদরুল ইসলাম
নির্বাহী পরিচালক (ছবি ও নাম) এমরানুল হক কামাল
এমরানুল হক কামাল
প্রধান কার্যালয় (ঠিকানা)

বাড়ি নং-৫৫৪ (৪র্থ তলা), রোড নং-৯, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর,
ডাকঘর : মোহাম্মদপুর, ঢাকা-২০১৭,
ফোন: ৮৮০-২-৪৮১১০১৬৫, ৪৮১১২৭৯১
ফ্যাক্স: ৮৮০-২-৪৮১১৩২৬২
ইমেইল: vardho@vardbd.org

স্থানীয় কার্যালয় (ঠিকানা)

ভার্ড কামাল চক্ষু হাসপাতাল
গ্রাম: পন্নারা, পো: ধোড়করা, উপজেলা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা।
মোবাইল: ০১৭২৯৩৩৮৬১৩
ইমেইল: vardkamaleh@gmail.com

সংস্থার প্রতিষ্টাকাল ২০ জানুয়ারী ১৯৮৮ খ্রি.
আমাদের সম্পর্কে

ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারি উন্নয়ন সংস্হা (এনজিও) যা ১৯৮৮ সালের ২০ শে জানুয়ারী প্রাক্তন ইউএন ভলান্টিয়ার জনাব এমরানুল হক কামাল-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ উন্নয়ন পথ পরিক্রমায় ভার্ড বর্তমানে একটি সফল বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন সমন্বিত উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে নিরিবিছিন্নভাবে জনগণের সেবা করে যাচ্ছে।
উদ্দেশ্য:
১) অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রর জনগোষ্ঠি বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল ও ক্ষমতায়নের জন্য সংগঠিত করা ।
২) গ্রামীণ জনগোষ্ঠির সামর্থ্য বৃদ্ধি করা এবং তাদের দ্ররিদ্রতা দূরীকরণে সামগ্রিক প্রচেষ্টা নেয়া ও কর্মসংস্হান তৈরী করা।
৩) সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়ন।
৪) শিশু কিশোর-কিশোরী ও বয়স্কদের জন্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সমাজ থেকে নিরক্ষতা দূরীকরণ।
৫) কমিউনিটি ও ক্লিনিক ভিত্তিক স্বাস্হ্য সেবা, শিশু ও পুষ্টি সেবা প্রদান করা এবং প্রাথমিক স্বাস্হ্য, পুষ্টি, স্বাস্হ্য সম্মত পয়:নিষ্কাশন এবং নিরাপদ খাবার পানির উপর সচেতনতা বৃদ্ধি করা । STIs, RTIs, HIV/AIDS এবং অন্যান্য ছোঁয়াছে রোগ প্রতিকার/নিয়ন্ত্রণ করা।
৬) নিবিড় চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং সামাজিক পুন:র্বাসন।
৭) পরিবেশ বান্ধব ও স্হায়িত্বশীল কৃষি, সামাজিক বনায়ন, মৎস্য ও পশু সম্পদ উন্নয়ন।
৮) নিজস্ব সম্পদ সৃষ্টির মাধ্যমে আয় বৃদ্ধি করে প্রাতিষ্ঠানিক স্হায়িত্বশীলতা অর্জন।
৯) ভার্ডের নেতৃত্বে তৃণমুল পর্যায়ে কর্মরত সিবিওি/এনজিও এবং অন্যান্য কমিউনিটি ভিত্তিক প্রতিষ্ঠানকে একত্রিত করে নেটওয়ার্ক তৈরী করা যাতে তাদের প্রাতিষ্ঠনিক সামর্থ্য বৃদ্ধি হয় এবং স্হানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়।

কর্মরত কর্মীর সংখ্যা ২২৬
সংস্থার ভিশন

একটি আলোকিত মানবীয় সমাজ, যেখানে জীবিকা নির্বাহের একটি স্থায়ী ভিত্তি থাকবে।

সংস্থার মিশন

ভার্ড দরিদ্র, নারী ও শিশুদের জন্য একটি আত্মনির্ভরশীল ও সামাজিক প্রতিযোগিতা সম্পন্ন সমাজ গঠনে আত্মনিবেদিত। দারিদ্র বিমোচন, স্বাস্থ্য সেবা প্রদান, প্রতিষ্ঠান তৈরীকরণ, জীবন-জীবিকার উন্নয়ন এবং সর্ম্পক উন্নয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ভার্ড ইহার লক্ষ্য অর্জনে চেষ্টা করছে। এ প্রচেষ্টাসমূহ সাম্য, স্থায়ীত্বশীলতা এবং পরিবেশ রক্ষার নীতি দ্বারা পরিচালিত।

আঞ্চলিক প্রধান কর্মকর্তার/জেলা সমন্বয়কের নাম.পদবী,ফোন ও ইমেইল শ্যামল চন্দ্র দেব
সিনিয়র এসিসটেন্ট ম্যানেজার
মোবাইল: ০১৭২৯৩৩৮৬১৩
vardkamaleh@gmail.com
ই-মেইল ও ওয়েবসাইট vardho@vardbd.org
ওয়েব সাইটঃ http://www.vardbd.org
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য নিবন্ধন কৃতপক্ষের নামঃ সমাজসেবা অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ সিল ১৫৮/৮৮
নিবন্ধন তারিখঃ 17 November 1988
নিবন্ধন কৃতপক্ষের নামঃ এনজিও এফের্য়াস ব্যুরো
নিবন্ধন নম্বরঃ ৩৮৭
নিবন্ধন তারিখঃ 13 December 1990
নিবন্ধন কৃতপক্ষের নামঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ ২৮/৯৪
নিবন্ধন তারিখঃ 03 May 1994
নিবন্ধন কৃতপক্ষের নামঃ জয়েন্ট ষ্টক কোম্পানীজ, বাংলাদেশ
নিবন্ধন নম্বরঃ এস -২৪৪২(৩৫)/২০০০
নিবন্ধন তারিখঃ 07 August 2000
নিবন্ধন কৃতপক্ষের নামঃ None
নিবন্ধন নম্বরঃ None
নিবন্ধন তারিখঃ
নিবন্ধন কৃতপক্ষের নামঃ None
নিবন্ধন নম্বরঃ None
নিবন্ধন তারিখঃ
সংস্থার কর্ম এলাকা (কুমিল্লা) উপজেলার সংখ্যা ৫ টি
সংস্থার কর্ম এলাকা (বাংলাদেশ)
অভীষ্ট জনগোষ্ঠী ( ধরণ ) সমাজের পিছিয়ে পড়া অতি দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠি ও চক্ষু রোগী ।
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ২২৬
সংস্থা সংশ্লিষ্ট দাতা সংস্থার নাম

একশনএইড বাংলাদেশ, আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট-ইউকে, হিউম্যান এ্যাপিল-ইউকে, স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন।

সংস্থায় পরিচালিত বর্তমান প্রকল্পের সংখ্যা ও চলমান প্রকল্পসমূহ
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নাম Reducing Blindness through Cataract Surgery in Bangladesh (RBCSB) Project
প্রকল্প এলাকা Chouddagram, Nangolkot, Monohorganj, Laksham, Upazila
প্রকল্পের মেয়াদ January 2023 to December 2026
প্রকল্পের কাজ গ্রামীন এলাকায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করে প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান, ছানি রোগী বাছাই ও ছানি রোগীদেরকে বিনামুল্যে ভার্ড কামাল চক্ষু হাসপাতালে ছানি অপারেশন । অপারেশন পরবর্তী ফলো-আপ চিকিৎসা সেবা।
প্রকল্পের অর্থায়ন Al Mustafa Welfare Trust UK
প্রকল্পের নাম Journey of Hope
প্রকল্প এলাকা Chouddagram, Nangolkot, Monohorganj, Laksham, Upazila
প্রকল্পের মেয়াদ June 2024 to December 2024
প্রকল্পের কাজ গ্রামীন এলাকায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করে প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান, ছানি রোগী বাছাই ও ছানি রোগীদেরকে বিনামূল্যে ভার্ড কামাল চক্ষু হাসপাতালে ছানি অপারেশন । অপারেশন পরবর্তী ফলো-আপ চিকিৎসা সেবা।
প্রকল্পের অর্থায়ন Spreeha Bangladesh Foundation
সংস্থায় সমাপ্ত প্রকল্পের সংখ্যা
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নামঃ Reduction of avoidable (Cataract) blindness among poor people from 6 districts of Bangladesh
প্রকল্প এলাকাঃ Chouddagram, Nangolkot, Monohorganj, Laksham, Upazila
প্রকল্পের মেয়াদঃ April 2022 to June 2023
প্রকল্পের কাজঃ গ্রামীন এলাকায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করে প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান, ছানি রোগী বাছাই ও ছানি রোগীদেরকে বিনামূল্যে ভার্ড কামাল চক্ষু হাসপাতালে ছানি অপারেশন । অপারেশন পরবর্তী ফলো-আপ চিকিৎসা সেবা।
প্রকল্পের অর্থায়নঃ Human Appeal UK
প্রকল্পের নামঃ District Eye Care Project
প্রকল্প এলাকাঃ Feni
প্রকল্পের মেয়াদঃ Sept.2016 to Dec. 2016
প্রকল্পের কাজঃ ফেনী জেলার বিভিন্ন উপজেলায় আই ক্যাম্প আয়োজন করে ছানি রোগী বাছাই করে ১৮০০ জন দরিদ্র ও হত দরিদ্র রোগীর চোখের বিনামূল্যে ভার্ড কামাল চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হয়েছে।
প্রকল্পের অর্থায়নঃ Sightsavers
প্রকল্পের নামঃ Vision Bangladesh Project
প্রকল্প এলাকাঃ Chouddagram, Nangolkot, Monohorganj, Laksham,Upazila
প্রকল্পের মেয়াদঃ March 2014 to November 2014
প্রকল্পের কাজঃ গ্রামীন এলাকায় আই ক্যাম্পের মাধ্যমে ছানি রোগী বাছাই করে ১৩০৫ জন দরিদ্র ও হত দরিদ্র রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা।
প্রকল্পের অর্থায়নঃ Sightsavers
প্রকল্পের নামঃ District Eye Care Project
প্রকল্প এলাকাঃ Cumilla and Feni district
প্রকল্পের মেয়াদঃ March 2014 to November 2015
প্রকল্পের কাজঃ কুমিল্লা ও ফেনী জেলার বিভিন্ন উপজেলায় আই ক্যাম্প আয়োজন করে ছানি রোগী বাছাই করে ২৩৬১ জন দরিদ্র ও হত দরিদ্র রোগীর চোখের বিনামূল্যে ভার্ড কামাল চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হয়েছে।
প্রকল্পের অর্থায়নঃ Sightsavers
প্রকল্পের নামঃ Reducing Blindness through Cataract Surgery in Bangladesh (RBCSB) Project
প্রকল্প এলাকাঃ Chouddagram, Nangolkot, Monohorganj, Laksham, Upazila
প্রকল্পের মেয়াদঃ January 2017 to December 2019
প্রকল্পের কাজঃ ভার্ড কামাল চক্ষু হাসপাতালে কুমিল্লা ও ফেনী জেলার ২৭০ জন দরিদ্র ও হত দরিদ্র রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন।
প্রকল্পের অর্থায়নঃ Al Mustafa Welfare Trust UK
নেটওয়ার্ক ন্যাশনাল, রিজিওনাল ও ইন্টারম্যাশনাল

সংস্থার তথ্য প্রধানকারী কর্মকর্তার নাম ঠিকানা, মোবাইল নং, ইমেইল

বিরোচন বিশ্বাস
পরিচালক (কার্যক্রম ও প্রশাসন)
বাড়ি নং-৫৫৪ (৪র্থ তলা), রোড নং-৯, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর,
ডাকঘর : মোহাম্মদপুর, ঢাকা-২০১৭,
ফোন: ৮৮০-২-৪৮১১০১৬৫, ৪৮১১২৭৯১
ফ্যাক্স: ৮৮০-২-৪৮১১৩২৬২
ইমেইল: vardho@vardbd.org
মোবাইল : ০১৭৩০০৪৮৭২২

ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) এর ছবি ঘর

i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url