Association for Integrated Development-Comilla (AID-COMILLA)

এসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট-কুমিল্লা (এইড-কুমিল্লা)

বিস্তারিত তথ্য

শিরোনাম বর্ণনা
প্রতিষ্ঠানের নাম (বাংলা ও ইংরেজি) এসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট-কুমিল্লা (এইড-কুমিল্লা)
Association for Integrated Development-Comilla (AID-COMILLA)
চেয়ারপারসন (ছবি ও নাম)
মোঃ ইকবাল আজাদ
নির্বাহী পরিচালক (ছবি ও নাম) রোকেয়া বেগম শেফালী
রোকেয়া বেগম শেফালী
প্রধান কার্যালয় (ঠিকানা)

গ্রামঃ রঘুপুর (বাখরাবাদ গ্যাস অফিসের দক্ষিন দিকে)
পোঃ রাজাপাড়া
ইউনিয়নঃ জগন্নাথপুর
উপজেলাঃ কুমিল্লা সদর
কুমিল্লা -৩৫০০।

স্থানীয় কার্যালয় (ঠিকানা)

সংস্থার প্রতিষ্টাকাল ১৯৯৫ খ্রি.
আমাদের সম্পর্কে

যেভাবে শুরু:

১৯৯৫ সালের ২১ জুন কুমিল্লা নগরের হাউজিং এষ্টেট এলাকায় বাবার বাড়িতে শন ছাউনি একটি ঘরে এইড-কুমিল্লা প্রতিষ্ঠা করেন রোকেয়া বেগম শেফালী। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এ সংস্থাটির মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার প্রভৃতি দুর করে একটি সুখি ও সমৃদ্ধশালী সমাজ গড়ার প্রত্যাশায় কাজ করে আসছেন। এইড-কুমিল্লা একটি দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আগ্রহী যেখানে সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষের খাদ্য এবং আশ্রয় সহ সব ধরনের মৌলিক প্রয়োজন এবং অধিকারের নিশ্চয়তা থাকবে। নারীরা স্বাধীন ভাবে ভাবতে পারবেন নিজেদের ইচ্ছাশক্তি দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন, স্বাবলম্বী হতে পারবেন। রোকেয়া বেগম শেফালীর মতে, বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন অভৗষ্ট (এসডিজি) ২০৩০ সালের মধ্যে মানুষের শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নে কাজ করবে। এবং একটি দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার জন্য এমনভাবে দরিদ্র জনগণের ক্ষমতায়ন ঘটাতে হবে, যাতে নিজেদের মুক্তি অর্জনের লক্ষ্যে তারা সক্রিয় হয়ে ওঠে। এ পথেই আগামী বছর ̧ গুলোতে এইড-কুমিল্লা অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

বিস্তারেই সমাধান-
বাংলাদেশের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এইড-কুমিল্লা আজ বাংলাদেশের জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। উন্নয়নক্ষেত্রে এইড-কুমিল্লা সমাজ থেকে দারিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার, দুর করে সুখি ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষে । বাংলাদেশে দারিদ্র বিমোচন কর্মকান্ডের সূচনা ঘটিয়ে সামগ্রিক কর্মকৌশলে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থসেবা, বাসস্থান, আইন সহায়তাসহ নানাবিধ কর্মকন্ডকে সমন্বিত করা হয়েছে। এইড-কুমিল্লা বর্তমানে বাংলাদেশের ১৮টি জেলায় সফলতার সাথে বিস্তৃত করেছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য জীবনমান উন্নয়নে বিভিন্ন সুযোগ সৃষ্টি করে সংস্থাটি দেশের পরিমন্ডলে নেতৃত্ব প্রদান করছে এইড-কুমিল্লা সামগ্রিক কর্মকৌশলে ক্ষুদধঋণ, শিক্ষা, স্বাস্থসেবা, আইন সহায়তা,
বাসস্থানসহ নানাবিধ কর্মকন্ডকে সমন্বিত করা হয়েছে। সেইসঙ্গে এইড-কুমিল্লা জনগোষ্ঠীর নিজস্ব বস্তগত ও মানবিক সম্পদ ব্যবহার করে স্থায়ী পরিরর্তন সাধন এবং ভারসাম ̈পূর্ণ পরিবেশ গড়ে তোলে, যেখানে দরিদধ জনগোষ্ঠী নিজেরাই তাদের জীবনধারার নিয়ন্ত্রণে সক্ষম হয়ে ওঠে।

যেসব জেলায় আমরা কাজ করি-
কুমিল্লা, লক্ষীপুর, ফেনী, কুড়িগ্রাম, কক্সবাজার, রাজশাহী, ফেনী, বধাহ্মণবাড়ীয়া, টাঙ্গাইল, রংপুর, চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন্ধ, নোয়াখালী, জেলার দরিদ্র জনগোষ্ঠীর যার অধিকাংশই মহিলা।

আমরা কী করি- পরিচালিত কার্যক্রম সমূহ-
(১) এইড-কুমিল্লা কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি (২) এইড-কুমিল্লা সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (৩) এইড-কুমিল্লা দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন কর্মসূচি (৪) এইড-কুমিল্লা শিক্ষা কর্মসূচি (৫) এইড-কুমিল্লা নারী প্রতি সহিংসতা জেন্ডার সংবেদনশীল প্রতিরোধ কৌশল কর্মসূচি (৬) এইড-কুমিল্লা স্বাস্থ, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি (৭) এইড-কুমিল্লা
মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি (৮) এইড-কুমিল্লা সমন্বিত উন্নয়ন কর্মসূচি (৯) এইড-কুমিল্লা মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (১১) এইড-কুমিল্লা দক্ষতা উন্নয়ন কর্মসূচি (১২) এইড-কুমিল্লা অতিদরিদধ কর্মসূচি (১৩) এইড-কুমিল্লা ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন কর্মসূচি এবং (১৪) টেকসই জীবন ও জীবিকা উন্নয়ন প্রকল্প (১৫) গৃহ ঋন প্রকল্প, (১৬) সহিংস চরমপন্থা প্রতিরোধ ও প্রতিরোধে বিদেশে কর্মরত পুরুষদের পরিবারের সদস্য সহ মাদ্রাসার ছাত্রী এবং প্রত্যাবাসিত
মহিলাদের জন্য অনুকুল পরিবেশ তৈরি করণ প্রকল্প (১৭) দুর্যোগ ঝুকি হ্রাসকরনে কমিউনিটি পর্যায়ে প্রস্ততিমূলক প্রকল্প (১৮) ডেলীভারিং হেল্থ নিউট্রিশন এন্ড লাইভলীহুডস এন্ড প্রটেকশন সার্ভিস টু রোহিঙ্গা রিফিউজিস এন্ড ভালনারেবল হোস্ট কমিউনিটিস ইন কক্সবাজার, বাংলাদেশ (১৯) মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ।

সংস্থাটি যেভাবে পরিচালিত-
কার্যনিবাহী কমিটি/পরিচালনা পর্যদ, সাধারণ পরিষদ, এইড-কুমিল্লা ম্যানেজমেন্ট।

কর্মরত কর্মীর সংখ্যা মোট ১১১ জন। পুরুষ: ৬৯ জন ও মহিলা: ৪২ জন।
সংস্থার ভিশন

এইড-কুমিল্লা প্রবঞ্চনা মুক্ত ও নিপীড়নমু৩ এমন একটি সমাজ-ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখে যেখানে প্রতিটি ব্যক্তি শান্তি ও সহমর্মিতার ভিত্তিতে বসবাস করতে সক্ষম এবং যেখানে সমাজের প্রাপ্য সম্পদের উপর প্রতিটি স্বত্ত্বার ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত হবে।

সংস্থার মিশন

মিশন (আমাদের লক্ষ্য):
শহর ও গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত পুরুষ, মহিলা এবং শিশুদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে মটিভেশন, জনগণের সংগঠন তৈরী, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ, সম্পদের সঞ্চালন সহ বিভিন্ন ধরণের কর্মসূচী বা ̄Íবায়ন করা।
উন্নয়ন প্রক্রিয়ায় মানুষের মর্যাদা সমুন্নত করা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত করা।
ক্ষমতাহীনদের ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ।
মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ।

মূল্যবোধ: এইড-কুমিল্লা নিম্ন-লিখিত মূল্যবোধ লালন করে এবং সকল কর্মীদের তাহা পালনে উদ্বুদ্ধ করে।
- জাতি, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নির্বিশেষে সকলের প্রতি শধদ্ধাশীল এবং সম্মান প্রদর্শন করা।
- সকল শ্রেণী ও গোত্রের নারী-পুরুষ এর প্রতি শ্রদ্ধাবান, গঠনমূলক এবং দায়িত্বপূর্ণ সুসম্পর্ক স্থাপন করা।
- পরস্পর পরস্পরের প্রতি সহনশীলতা প্রদর্শন ও সহমর্মিতা প্রকাশ করা এবং যত্নবান হওয়া। মর্যাদা সহকারে মানুষের দূঃখ-কষ্ট মোচনে সর্বদা সজাগ থাকা
- মানব-জাতির সু-স্বাস্থ নিশ্চিত করার লক্ষ্যে আত্ম-নিবেদনে সকলকে উৎসাহ প্রদান
- নিজ নিজ ভুল থেকে শিক্ষা গ্রহণকরে ভালো কাজে মনোনিবেশ করা এবং অন ̈দেরকেও উৎসাহিত করা।
- কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য, আর্থ-সামাজিক অসমতা এবং পারস্পরিক বিভেদ ভুলে একসঙ্গে কাজ করা।

আঞ্চলিক প্রধান কর্মকর্তার/জেলা সমন্বয়কের নাম.পদবী,ফোন ও ইমেইল
ই-মেইল ও ওয়েবসাইট aidshafali@yahoo.com
ওয়েব সাইটঃ http://www.aidcomilla.org
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য নিবন্ধন কৃতপক্ষের নামঃ সমাজ সেবা অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ কুমিল্লা কুমি/৫৮৩
নিবন্ধন তারিখঃ 21 June 1995
নিবন্ধন কৃতপক্ষের নামঃ এনজিও বিষয়ক বুরো, ঢাকা
নিবন্ধন নম্বরঃ ১১৪৫
নিবন্ধন তারিখঃ 17 March 1997
নিবন্ধন কৃতপক্ষের নামঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি,ঢাকা
নিবন্ধন নম্বরঃ ০০৪২৯-০০১৪০-০০১৪৬
নিবন্ধন তারিখঃ 26 February 2008
নিবন্ধন কৃতপক্ষের নামঃ মহিলা বিষয়ক অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ ১৪১
নিবন্ধন তারিখঃ 19 April 2000
নিবন্ধন কৃতপক্ষের নামঃ যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা
নিবন্ধন নম্বরঃ যুউঅ/ কুম/স্বীকৃতি
নিবন্ধন তারিখঃ 01 January 2018
নিবন্ধন কৃতপক্ষের নামঃ পিকেএসএফ
নিবন্ধন নম্বরঃ তালিকা ভু৩ নং- ২৮৫
নিবন্ধন তারিখঃ 25 June 2023
সংস্থার কর্ম এলাকা (কুমিল্লা) জেলার সংখ্যা ১৮ টি
সংস্থার কর্ম এলাকা (বাংলাদেশ)
অভীষ্ট জনগোষ্ঠী ( ধরণ ) ২২৪১০৬৮ জন, গরীব অসহায় দুঃস্থ জনগোষ্ঠী
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা মোট ১১১ জন। পুরুষ: ৬৯ জন ও মহিলা: ৪২ জন।
সংস্থা সংশ্লিষ্ট দাতা সংস্থার নাম

টেকসই জীবন ও জীবিকা উন্নয়ন প্রকল্প, ক্রিশ্চিয়ান- এইড/ ইন্টারনেট সোসাইটি

ডেলীভারিং হেল্থ নিউটিধশন এন্ড লাইভলীহুডস এন্ড প্রটেকশন সার্ভিস টু রোহিঙ্গা রিফিউজিস এন্ড ভালনারেবল হোস্ট কমিউনিটিস ইন কক্সবাজার, বাংলাদেশ, আইআরসি, ইউএসএ

আউট অফ ̄স্কুল চিল্ডেধন প্রোগ্রাম, উপানুষ্ঠানিক শিক্ষা বু ̈রো, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রালয়

সংস্থায় পরিচালিত বর্তমান প্রকল্পের সংখ্যা ও চলমান প্রকল্পসমূহ
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নাম মাইক্রো ফিন্যাগ কার্যক্রম
প্রকল্প এলাকা কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ এলাকার পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে আয়বৃদ্ধিমুলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করে দক্ষ জন শ৩িতে রুপান্তর, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ণ ও স্বাবলম্বী হিসাবে গড়ে তোলা।
প্রকল্পের অর্থায়ন বেসিক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক কুমিল্লা
প্রকল্পের নাম টেকসই জীবন ও জীবিকা উন্নয়ন প্রকল্প
প্রকল্প এলাকা কুড়িগ্রাম
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ ইন্টারনেট ও ই-কর্মাস প্রযু৩ি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের যুব নারীদের জীবিকা ও আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের
মাধ্যমে নারীর ক্ষমতায়ন।
ক্ষমতায়িত যুব নারীরা ক্ষুদ্র ব্যবসার সাথে সম্পক্ত হয়ে আর্থ-সামাজিক স্বাবলম্বিতা অজর্ন করবে এবং সিদ্ধান্ত গ্রহনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।
প্রকল্পের অর্থায়ন ক্রিশ্চিয়ান- এইড/ ইন্টারনেট সোসাইটি
প্রকল্পের নাম ডেলীভারিং হেল্থ নিউট্রিশন এন্ড লাইভলীহুডস এন্ড প্রটেকশন সার্ভিস টু রোহিঙ্গা রিফিউজিস এন্ড ভালনারেবল হোস্ট কমিউনিটিস ইন কক্সবাজার, বাংলাদেশ
প্রকল্প এলাকা কক্সবাজার
প্রকল্পের মেয়াদ -
প্রকল্পের কাজ বাংলাদেশে আয়োজিত মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠির রিরুদ্ধে সংঘাত-সংক্রান্ত যৌন সহিংসতা মোকাবেলা। যৌন হয়রানী এবং নারীর প্রতি সহিংসতা দূরীভূত হবে।
প্রকল্পের অর্থায়ন আইআরসি, ইউএসএ
প্রকল্পের নাম আউট অফ স্কুল চিল্ড্রেন প্রোগ্রাম
প্রকল্প এলাকা কুমিল্লা
প্রকল্পের মেয়াদ -
প্রকল্পের কাজ উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ৮-১৪ বছর বয়সী ঝরে পড়া ও বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা গ্রহণের দ্বিতীয় সুযোগ সৃষ্টি করা এবং আনুষ্ঠানিক শিক্ষার মুল ধারায় নিয়ে আসা।
প্রকল্পের অর্থায়ন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রালয়
প্রকল্পের নাম গৃহ ঋন প্রকল্প
প্রকল্প এলাকা কুমিল্লা
প্রকল্পের মেয়াদ -
প্রকল্পের কাজ গহহীন পরিবারকে নিরাপদে ও অনুকুল পরিবেশে গৃহে বসবাসের উপযোগী গৃহ নির্মানে ঋন প্রদান।

গৃহহীন পরিবার অনুকুল পরিবেশে বসবাসের সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রকল্পের অর্থায়ন গৃহায়ন তহবিল, বাংলাদেশ ব্যাংক
প্রকল্পের নাম আইন সহায়তা কর্মসূচি
প্রকল্প এলাকা কুমিল্লা
প্রকল্পের মেয়াদ নির্যাতিত দরিদ্র অসহায় এবং অতি দরিদ্র শ্রেণীর জনগণ।
প্রকল্পের কাজ অভিযোগ গ্রহণের পরের দিন থেকেই সেবা প্রদানের ব্যাপারে ভূমিকা গ্রহণ করা হয়।
প্রকল্পের অর্থায়ন নিজেস্ব অর্থায়নে
সংস্থায় সমাপ্ত প্রকল্পের সংখ্যা
সংক্ষিপ্ত বিবরণ
নেটওয়ার্ক ন্যাশনাল, রিজিওনাল ও ইন্টারম্যাশনাল

সংস্থার তথ্য প্রধানকারী কর্মকর্তার নাম ঠিকানা, মোবাইল নং, ইমেইল

এসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট-কুমিল্লা (এইড-কুমিল্লা) এর ছবি ঘর

i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url