Prottoy Unnayan Sangstha

প্রত্যয় উন্নয়ন সংস্থা

বিস্তারিত তথ্য

শিরোনাম বর্ণনা
প্রতিষ্ঠানের নাম (বাংলা ও ইংরেজি) প্রত্যয় উন্নয়ন সংস্থা
Prottoy Unnayan Sangstha
চেয়ারপারসন (ছবি ও নাম)
সৈয়দ নুরুর রহমান, সভাপতি, প্রত্যয় উন্নয়ন সংস্থা, কুমিল্লা
নির্বাহী পরিচালক (ছবি ও নাম) মাহমুদা আক্তার, মোবাইল নং-০১৮৬-৫০১৭২১২, ই-মেইল-prottoy_mas@yahoo.com
মাহমুদা আক্তার, মোবাইল নং-০১৮৬-৫০১৭২১২, ই-মেইল-prottoy_mas@yahoo.com
প্রধান কার্যালয় (ঠিকানা)

সারাফ নাওয়ার (নিচতলা), হোল্ডিং নং-০০৮৪-০৩, ডেলোনী রোড-১, পুরাতন চৌধুরীপাড়া, কুমিল্লা।

স্থানীয় কার্যালয় (ঠিকানা)

সারাফ নাওয়ার (নিচতলা), হোল্ডিং নং-০০৮৪-০৩, ডেলোনী রোড-১, পুরাতন চৌধুরীপাড়া, কুমিল্লা।

সংস্থার প্রতিষ্টাকাল ১৯৯৮ খ্রি.
আমাদের সম্পর্কে

প্রত্যয় উন্নয়ন সংস্থা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার একটি নেতৃস্থানীয় মহিলা নেতৃত্বাধীন বেসরকারি সংস্থা। এটি ১৯৯৮ সালে বাংলাদেশের কুমিল্লা জেলায় প্রতিষ্ঠিত হয়। নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার। প্রত্যয় (একটি স্বেচ্ছাসেবী সামাজিক কল্যাণ সংস্থা) ১৯৯৮ সালে দরিদ্রদের বিশেষ করে সুবিধাবঞ্চিত এবং নির্যাতিত মহিলাদের সেবা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মূলত ভূমিহীন নারীদের উপর দৃষ্টি নিবদ্ধ করে যারা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবিচারের শিকার। সমাজে নারীর মর্যাদা ও তাদের ক্ষমতায়ন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রত্যয় একটি বেসরকারি, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। এটি আকাঙ্খা এবং অপব্যবহার মুক্ত সমাজ যেখানে দুর্দশা সমান অধিকার ভোগ করবে এবং নারীরা আত্মসম্মান ও সম্মানের সাথে সমাজে বসবাস করবে। মাহমুদা আক্তারের নেতৃত্বে, প্রত্যয় কার্যকরভাবে বাংলাদেশের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাহমুদা আক্তার, মহিলা অফিসার অফ লাইট" উপাধিটি রূপান্তরমূলক কাজের প্রতি প্রত্যয়-এর প্রতিশ্রুতির প্রতীক, এবং এটি স্টেকহোল্ডার এবং অনুমোদিত সংস্থাগুলির কাছ থেকে স্বীকৃতি এবং সহযোগিতা অর্জন করেছে, একটি সু-পরিচালিত সত্তা হিসাবে এর অবস্থানকে দৃঢ় করেছে। প্রত্যয় বাংলাদেশে দ্রুত পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতি বৃদ্ধির জন্য তার উৎসর্গের একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে এবং সেই মিশনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রত্যয় উন্নয়ন সংস্থা কুমিল্লা, মৌলভীবাজার ওকক্সবাজার জেলায় কার্যক্রম পরিচালনা করছে।

কর্মরত কর্মীর সংখ্যা মোট-৫২জন, ২৮ নারী ও ২৪জন পুরুষ।
সংস্থার ভিশন

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নাগরিকের অধিকার সমূহ অর্জন ও প্রয়োগ ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি।

সংস্থার মিশন

প্রাতিষ্ঠানিক উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, আর্থিক উন্নয়ন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করা। বেকার সমস্যা দূরীকরণ, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

আঞ্চলিক প্রধান কর্মকর্তার/জেলা সমন্বয়কের নাম.পদবী,ফোন ও ইমেইল
ই-মেইল ও ওয়েবসাইট Prottoy_mas@yahoo.com
ওয়েব সাইটঃ https://prottoyofficial.org/
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য নিবন্ধন কৃতপক্ষের নামঃ সমাজসেবা অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ কুমি-৭৭৮/৯৮
নিবন্ধন তারিখঃ 07 January 1998
নিবন্ধন কৃতপক্ষের নামঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি
নিবন্ধন নম্বরঃ ০২২৩৪-০০৩৮৯-০০০২০
নিবন্ধন তারিখঃ 05 September 2007
নিবন্ধন কৃতপক্ষের নামঃ এনজিও বিষয়ক ব্যুরো
নিবন্ধন নম্বরঃ ২৯৮৮
নিবন্ধন তারিখঃ 16 November 2015
নিবন্ধন কৃতপক্ষের নামঃ যুব উন্নয়ন অধিদপ্তর
নিবন্ধন নম্বরঃ ৪০৪
নিবন্ধন তারিখঃ 20 April 2005
সংস্থার কর্ম এলাকা (কুমিল্লা) উপজেলার সংখ্যা ৫ টি
সংস্থার কর্ম এলাকা (বাংলাদেশ)
অভীষ্ট জনগোষ্ঠী ( ধরণ ) সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নাগরিকের অধিকার সমূহ অর্জন ও প্রয়োগ ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করা।
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা মোট-৫২জন, ২৮ নারী ও ২৪জন পুরুষ।
সংস্থা সংশ্লিষ্ট দাতা সংস্থার নাম

প্রশান্তি-মাতৃত্ব সেবা প্রকল্প- প্রশান্তি ইউকে

দগ্ধ সহিংসতা মোকাবেলায় প্রতিরোধ, প্রতিক্রিয়া এবং স্থিতিস্থাপকতা প্রকল্প- এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশন।

প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিকদের আর্থ-সামাজিক পুনর্মিলন
বাংলাদেশ-ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
চোখের যত্ন ও চোখের অপারেশন/ক্যান ডিস্ট্রিবিউশন/বিএনএফ-স্কলারশিপ
প্রকল্প-বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)

ভালনারেবল ইউমেন বেনেফিট (ভিডাব্লিউবি)-মহিলা বিষয়ক অধিদপ্তর।

গৃহায়ণ প্রকল্প-বাংলাদেশ ব্যাংক গৃহায়ন প্রকল্প।

রোহিঙ্গা নারী সম্প্রদায়ের জন্য সুরক্ষামূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং দারিদ্র হ্রাসকরণ প্রকল্প-ইউএনউইমেন ও ওয়েব ফাউন্ডেশন

প্রতিবন্ধী উন্নয়ন ও পূনর্বাসন প্রকল্প-সমাজসেবা ও ওয়্যারবী

সংস্থায় পরিচালিত বর্তমান প্রকল্পের সংখ্যা ও চলমান প্রকল্পসমূহ
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নাম বিএনএফ-শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচি
প্রকল্প এলাকা কুমিল্লা আদর্শ সদর
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ কুমিল্লা সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে (কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুমিল্লা সিটি কলেজ, কুমিল্লা আইডিয়াল কলেজ, সোনার বাংলা কলেজ, মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল ও কুমিল্লা হাই স্কুল) পড়ুয়া ২৬জন শিক্ষার্থীকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিএনএফ-শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
প্রকল্পের অর্থায়ন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)
প্রকল্পের নাম নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্প
প্রকল্প এলাকা কুমিল্লা
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পটি ইউএন ওমেনের অর্থায়নে ও নারীপক্ষের সার্বিক সহযোগিতায় কুমিল্লায় বাস্তবায়িত হচ্ছে। প্রত্যয় সমাজে অবহেলিত, দুঃস্থ, সহায় সম্বলহীন অসহায় ও শিক্ষিত সচেতন নিপিড়ীত নারীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারীকে সামাজিক মর্যাদা প্রদান ও অর্থনৈতিকভাবে সাবলম্ববী হয়ে গড়ে উঠতে সহায়তা প্রদান করা হয়।
প্রকল্পের অর্থায়ন উএন ওমেন ও নারীপক্ষ
প্রকল্পের নাম ক্ষুদ্রঋণ কার্যক্রম
প্রকল্প এলাকা কুমিল্লা জেলা (কুমিল্লা আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ওকুমিল্লা সদর দক্ষিণ) উপজেলা
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ সমাজে সুবিধা বঞ্চিত, অসহায় ও দরিদ্র শ্রেণীর নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। বিশেষ করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা।
প্রকল্পের অর্থায়ন বেসিক ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, অন্তরঙ্গ ফোরাম, ম্যাক ফাউন্ডেশন
প্রকল্পের নাম প্রশান্তি-মাতৃত্ব সেবা প্রকল্প
প্রকল্প এলাকা জুড়ি, মৌলভীবাজার
প্রকল্পের মেয়াদ ০১-০৭-২০২৩ হইতে ৩০-০৬-২০২৪ পর্যন্ত
প্রকল্পের কাজ মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় বসবাসরত আর্থিকভাবে স্বচ্ছল নয় এরূপ প্রসবোত্তর, প্রসবকালীণ ও প্রসবপরবর্তী মায়েদের বিণামূল্য স্বাস্থ্যসেবা প্রদান করা।
প্রকল্পের অর্থায়ন প্রশান্তি ইউকে
প্রকল্পের নাম বাস্তুচ্যুত এবং বাংলাদেশী মহিলা সম্প্রদায়ের জোরপূর্বক স্থিতিস্থাপকতাবৃদ্ধি করে আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিতকরণ প্রকল্প
প্রকল্প এলাকা কক্সবাজার (টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প [১৪ ও ২২]
প্রকল্পের মেয়াদ ০১-০৫-২০২৩ হইতে ৩০-১০-২০২৪ পর্যন্ত
প্রকল্পের কাজ মিয়ানমার সেনা বাহিনীর হত্যা ও সংহিসতার স্বীকার নারী পুরুষ ও শিশু যারা রাখাইন রাজ্যে হতে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা।
প্রকল্পের অর্থায়ন ইউএন ওমেন ও ওয়েব ফাউন্ডেশন
সংস্থায় সমাপ্ত প্রকল্পের সংখ্যা
সংক্ষিপ্ত বিবরণ
নেটওয়ার্ক ন্যাশনাল, রিজিওনাল ও ইন্টারম্যাশনাল

সংস্থার তথ্য প্রধানকারী কর্মকর্তার নাম ঠিকানা, মোবাইল নং, ইমেইল

মোঃ আনিসুর রহমান চৌধুরী
প্রোগ্রাম কো-অর্ডিনেটর
প্রত্যয় উন্নয়ন সংস্থা
মোবাইল নম্বর-০১৮৪৬৬৬৬৬৬২
aniskajol83@gmail.com

প্রত্যয় উন্নয়ন সংস্থা এর ছবি ঘর