BRAC

ব্র্যাক

বিস্তারিত তথ্য

শিরোনাম বর্ণনা
প্রতিষ্ঠানের নাম (বাংলা ও ইংরেজি) ব্র্যাক
BRAC
চেয়ারপারসন (ছবি ও নাম)
ড. হোসেন জিল্লুর রহমান
নির্বাহী পরিচালক (ছবি ও নাম) আসিফ সালেহ
আসিফ সালেহ
প্রধান কার্যালয় (ঠিকানা)

ব্র্যাক সেন্টার, ৭৫ মহাখালী, ঢাকা ১২১২, বাংলাদেশ।
info@brac.net
www.brac.net

স্থানীয় কার্যালয় (ঠিকানা)

ব্র্যাক আঞ্চলিক অফিস ও
ব্র্যাক লানিং সেন্টার
শ্রীপুর, রাজেন্দ্রপুর,আদর্শ সদর, বিশ্বরোড, কুমিল্লা।
bdc.cumilla@brac.net

সংস্থার প্রতিষ্টাকাল ১৯৭২ খ্রি.
আমাদের সম্পর্কে

১৯৭২ সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে ত্রাণ ও পুনর্বাসনের কাজ করতে গিয়ে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি ১৯৭২ সালের সিলেট জেলার শাল্লায় ক্ষুদ্র পরিসরে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। মূলত: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রত্যাগত ক্ষতিগ্রস্তদের প্রনর্বাসনই ছিল মূল উদ্দেশ্য। লক্ষাধিক কর্মী কর্তৃক প্রায় ১১৩ মিলিয়ন মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ব্র্যাক আজ বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে।উন্নয়নের ক্ষেত্রে ব্র্যাক সাফল্যের একটি উপাখ্যান। বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কর্মকান্ডের সূচনা ঘটিয়ে ব্র্যাক নিজেকে এশিয়া,আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১১ টি উন্নয়নশীল দেশে বিসতৃত করেছে। বিশ্বব্যাপী দরিদ্র জনগোষ্ঠীর জন্য জীবনমান উন্নয়নে বিভিন্ন সুযোগ সৃষ্টি করে সংস্থাটি বৈশ্বিক পরিমণ্ডলে নেতৃত্ব প্রদান করছে।ব্র্যাক কয়েকটি শব্দের প্রথম অক্ষর মিলিয়ে কোন সংক্ষেপণ নয়, বরং বিশ্বব্যাপী তার কর্মকান্ডের ব্যাপক বিস্তারকে সার্বজনীন রূপ দেয়ার জন্য আক্ষরিক বিশ্লেষণ বাদ দিয়ে ‘ব্র্যাক’ এখন অভিধা হিসেবে ব্যবহৃত হচ্ছে।ব্রাকের সামগ্রিক কর্মকৌশলে ক্ষুদ্রঋণ, শিক্ষা,স্বাস্থ্যসেবা, আইন সহায়তা সহ নানাবিধ কর্মকাণ্ডকে সমন্বিত করা হয়েছে। সেই সঙ্গে ব্র্যাক জনগোষ্ঠীর নিজস্ব বস্তুগত ও মানবিক সম্পদ ব্যবহার করে স্থায়ী পরিবর্তন সাধন এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তোলে, যেখানে দরিদ্র জনগোষ্ঠী নিজেরাই তাদের জীবনধারার নিয়ন্ত্রণে সক্ষম হয়ে উঠে। ব্র্যাক বিশ্বের শীর্ষস্থানীয় উন্নয়ন ও মানবিক সাহায্য সংস্থাসমূহের মধ্যে দক্ষিণ গোলার্ধ ভিত্তিক অল্প কয়েকটি সংস্থার অন্যতম।ব্র্যাক কর্মসূচি পরিচালনায় তথা দেশের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের জন্য ৮০% ফান্ডিং নিজেই করে থাকে এবং 20% ফান্ডিং ফরেন ডোনেশন এর মাধ্যমে গ্রহণ করে থাকে।

যে সব দেশে আমরা কাজ করি-
বাংলাদেশ, আফগানিস্তান, উগান্ডা, তানজানিয়া, পাকিস্তান, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, লাইবেরিয়া, হাইতি, ফিলিপাইন,মায়ানমার ও নেপালসহ মোট ১২টি রাষ্ট্রের ১৩৮ মিলিয়ন জনগোষ্ঠীর সঙ্গে কাজ করছে, যার অধিকাংশই নারী। বাংলাদেশের ৬৪ টি জেলায় ব্র্যাকের কর্মপরিধি বিস্তৃত।

কুমিল্লা জেলায় ব্র্যাক যে কাজ গুলো করে থাকে-
১. ব্র্যাক স্বাস্থ্যকর্মসূচি -
ক) ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি
খ) ভিশন সেন্টার এবং রিডিং গ্লাস লাইভলিহুড প্রজেক্ট।
২) মাইগ্রেশন কর্মসূচি: প্রত্যাশা-২ ও অনুপ্রেরণা-২।
৩) ব্র্যাক শিক্ষা কর্মসূচি-
ক) উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়
খ) ব্র্যাক একাডেমী স্কুল
গ) ব্র্যাক ফরমাল প্রাইমারি স্কুল।
৪) দক্ষতা উন্নয়ন কর্মসূচি- ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র।
৫) ব্র্যাক কৃত্রিম প্রজনন
৬) মাইক্রোফিনান্স কর্মসূচি
৭) ব্র্যাক ফিশারিজ এন্টাপ্রাইজ
৮) ব্র্যাক নার্সারি
৯) ব্র্যাক কোল্ড স্টোরেজ
১০)আড়ং আউটলেট
১১) ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট
১২) ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টার প্রাইজ।।

কর্মরত কর্মীর সংখ্যা ৩৪১০ জন। পুরুষ- ১৭৩১,নারী- ১৬৭৯
সংস্থার ভিশন

এমন একটি পৃথিবী যেখানে কোন প্রকার শোষণ ও বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষের নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ থাকবে।

সংস্থার মিশন

আমাদের লক্ষ্য হচ্ছে দারিদ্র্য, অশিক্ষা, ব্যাধি, এবং সামাজিক অবিচার দূরীভূত করে দরিদ্র মানুষ এবং জনগোষ্ঠীর ক্ষমতায়নের পথকে প্রশস্ত করা। সংগঠনের বিভিন্ন উদ্যোগের বিস্তার ঘটিয়ে অর্থনৈতিক ও সামাজিক কর্সূচির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা এবং সমাজের সকল নারী ও পুরুষকে তাদের সম্ভাবনা ও সামর্থ্য বিকাশে সক্ষম করে তোলাও আমাদের লক্ষ্য।

আঞ্চলিক প্রধান কর্মকর্তার/জেলা সমন্বয়কের নাম.পদবী,ফোন ও ইমেইল জিয়া উদ্দিন আহম্মদ
ব্র্যাক জেলা সমন্বয়ক ( বিডিসি)
০১৭৩০৩৫০২৯৩
bdc.cumilla@brac.net
ই-মেইল ও ওয়েবসাইট bdc.cumilla@brac.net
ওয়েব সাইটঃ http://www.brac.net
সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য নিবন্ধন কৃতপক্ষের নামঃ ১) Certification of Registration of Societies, ACT XXXI 1860
নিবন্ধন নম্বরঃ No: 3695/3/34 1971 - 1972
নিবন্ধন তারিখঃ
নিবন্ধন কৃতপক্ষের নামঃ ২) এনজিও বিষয়ক ব্যুরো
নিবন্ধন নম্বরঃ নিবন্ধন নম্বর : ০০২
নিবন্ধন তারিখঃ 22 April 1981
নিবন্ধন কৃতপক্ষের নামঃ ৩) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ( MRA), ঢাকা। ঋণ কার্ক্রম পরিচালনার সনদ।
নিবন্ধন নম্বরঃ সনদ নং - ০০৪৮৮- ০০১৮৬ - ০০০৬৫
নিবন্ধন তারিখঃ 29 November 2007
সংস্থার কর্ম এলাকা (কুমিল্লা) উপজেলার সংখ্যা ১৭ টি
সংস্থার কর্ম এলাকা (বাংলাদেশ) জেলাঃ ৬৪ টি
অভীষ্ট জনগোষ্ঠী ( ধরণ ) ৭৮৮৫০১ জন ( পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী, ক্ষুদ্র উদ্যোক্তা, যুবক-যুবতী, ঝড়ে পড়া ‍শিশু )
সংস্থার কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৩৪১০ জন। পুরুষ- ১৭৩১,নারী- ১৬৭৯
সংস্থা সংশ্লিষ্ট দাতা সংস্থার নাম

BNFPE, AUSAID, LEGO Foundation, GAC, DFAT, Vision Spring, EU, SDC.

সংস্থায় পরিচালিত বর্তমান প্রকল্পের সংখ্যা ও চলমান প্রকল্পসমূহ
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নাম উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় ।
প্রকল্প এলাকা সিটি কর্পােরেশন, আদর্শ সদর,লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, চান্দিনা,বুড়িচং, ব্রাম্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, তিতাস. হোমনা, মেঘনা।
প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০২১ - ডিসেম্বর ২০২৪
প্রকল্পের কাজ ঝড়ে পড়া শিশুদের নিয়ে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা। মোট স্কুল সংখ্যা ১১০০ টি, মোট শিক্ষক ১১০০ জন, মোট ছাত্রছাত্রী ৩৬৬০০ জন। ১০ সহযোগী এনজিওর মাধ্যমে ৪০ টি ডাবল শিফট স্কুল সিটি কর্পোরেশনে এবং ২৫৫ টি স্কুল রুরালএ শিক্ষন কার্যক্রম করছে। এনজিও গুলোর নাম- AID CUMILLA, EPRC, JSUS, SPS, ACTION FIVE, GBSKS, GRAMAUS, SONGSOPTAK, ZHUMKA BANGLADESH. এর মধ্যে এইড কুমিল্লা ও পিআরএস কুমিল্লার এনজিও, অন্য গুলো কুমিল্লা জেলার বাহিরের এনজিও।
প্রকল্পের অর্থায়ন উপানুষ্ঠানিক শিক্ষা শিক্ষা ব্যুরো ( BNFPE)
প্রকল্পের নাম ব্র্যাক একাডেমি
প্রকল্প এলাকা শাকতলা, কুমিল্লা বোর্ড কলেজের গলি, কুমিল্লা সদর।
প্রকল্পের মেয়াদ ২০১৯ সাল থেকে চলমান
প্রকল্পের কাজ ব্র্যাক একাডেমি স্কুলে আধুনিক, ডিজিটাল পদ্ধতিতে গুনগত ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষা প্রদান করা। সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে সহযোগিতা করা। ব্র্যাক একাডেমি স্কুল ১ টি, ছাত্র-ছাত্রী ১৩১ জন, শিক্ষক ৭ জন। বর্তমানে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত চলমান আছে।
প্রকল্পের অর্থায়ন ব্র্যাক
প্রকল্পের নাম ফরমাল প্রাইমারী স্কুল।
প্রকল্প এলাকা দুর্গাপুর, উত্তর দুর্গাপুর, আদর্শ সদর, কুমিল্লা।
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, বাল্য বিবাহ ও শিশু নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধি করা এবং সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে সহডযাগিতা করা। ফরমাল প্রাইমারী স্কুল ১ টি, ছাত্র-ছাত্রী ২২৬ জন, শিক্ষক ৮ জন।
প্রকল্পের অর্থায়ন ব্র্যাক
প্রকল্পের নাম Reading Glasses for Improved Livelihoods Project ( RGIL), Phase -iii
প্রকল্প এলাকা লাকসাম,আদর্শ সদর, দাউদকান্দি, মুরাদনগর।
প্রকল্পের মেয়াদ জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২৪
প্রকল্পের কাজ বাংলাদেশে বর্ধিত আয় এবং উৎপাদনশীলতার উপর এবং এসডিজি লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কমিউনিটি লোকজন বিশেষত গ্রামের মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত চক্ষু পরিষেবা এবং পণ্য সুবিধার প্রসার । কমিউনিটি পর্যায়ে আমাদের যে সকল স্বাস্থ্য কর্মী ও স্বাস্থ্য সেবিকা চক্ষু পরীক্ষার কাজে সম্পৃক্ত আছে তাদের দক্ষতা বৃদ্ধি ও চোখের যত্নে মানুষের সচেতনতা বৃদ্ধি করে থাকে।
প্রকল্পের অর্থায়ন Vision Spring
প্রকল্পের নাম ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি - যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি
প্রকল্প এলাকা কুমিল্লা জেলার সকল উপজেলা
প্রকল্পের মেয়াদ ২০৩৫
প্রকল্পের কাজ যক্ষা রোগী শনাক্ত ও যক্ষা চিকিৎসা করা হয়। জিন এক্সপার্ট মেশিন ও এক্সরে এর মাধ্যমে ল্যাব টেকনিশিয়ানরা টেস্টে সহযোগিতা করে থাকে। গরিব রোগীদের বিনামূল্য এক্সরে, যাতায়াত ভাতা ও ওষুধ সরবরাহ করা হয় এবং ফিল্ডে গিয়ে কফ সংগ্রহ ও ওষুধ খাওয়ানো হয়। DOTs- ডেইলি অবজারভেশন ট্রিটমেন্ট এর মাধ্যমে চিকিৎসা করানো হয়।
প্রকল্পের অর্থায়ন PPP (GoB-BRAC)
প্রকল্পের নাম ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি - ভিশন সেন্টার
প্রকল্প এলাকা নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, বুড়িচং, দেবিদ্বার উপজেলা
প্রকল্পের মেয়াদ মে ২০২১ থেকে এপ্রিল ২০২৬
প্রকল্পের কাজ ভিশন সেন্টারের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত, ছানির ব্যাপারে চাহিদা বৃদ্ধি, গুণগত মানসম্পন্ন চক্ষু পরিচর্যা সেবা- বিশেষত গরীব রোগীদের ছানি সংক্রান্ত সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি এবং চক্ষু পরিচর্যা সেবা প্রদানের লক্ষ্যে দক্ষ মানব সম্পদের উন্নতি সাধন ।
প্রকল্পের অর্থায়ন GAC and DFAT
প্রকল্পের নাম মাইগ্রেশন কর্মসূচি - ‍Socio Economic Reintegration of Returnee Migrant Workers of Bangladesh ( SDC ) - Phase -2
প্রকল্প এলাকা আদর্শ সদর, চৌদ্দগ্রাম, লাকসাম, মুরাদনগর উপজেলা
প্রকল্পের মেয়াদ ডিসেম্বর ২০২২ থেকে নভেম্বর ২০২৬
প্রকল্পের কাজ ফেরত ও অসুস্থ ক্ষতিগ্রস্ত অভিবাসীদের মনসামাজিক কাউন্সিলিং এর মাধ্যমে রি ইন্টিগ্রেশন এর উদ্যোগ গ্রহণ করা। রেমিটেন্সের সঠিক ও উৎপাদনমুখী বিনিয়োগ করার মাধ্যমে নিজেদের আর্থিক ও সামাজিক উন্নয়ন সাধন করা। দক্ষতা উন্নয়নয়ন ও রেফারেল লিংকেজ নিশ্চিতকরণের মাধ্যমে প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনরায় একত্রিত করা এবং তাদের স্থায়িত্ব নিশ্চিত করা
প্রকল্পের অর্থায়ন Swizerland Embussy
প্রকল্পের নাম মাইগ্রেশন কর্মসূচি - ‍Sustainable Reintegration and Improved Migartion Governance ( Prottasha) Phase- 2
প্রকল্প এলাকা দাউদকান্দি, বুড়িচং, দেবিদ্বার, সদর দক্ষিণ,বরুড়ু উপজেলা
প্রকল্পের মেয়াদ জুন ২০২৩ থেকে মে ২০২৭
প্রকল্পের কাজ ফেরত ও অসুস্থ ক্ষতিগ্রস্ত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সিলিং এর মাধ্যমে রি ইন্টিগ্রেশন এর উদ্যোগ গ্রহণ করা। রেমিটেন্সের সঠিক ও উৎপাদনমুখী বিনিয়োগ করার মাধ্যমে নিজেদের আর্থিক ও সামাজিক উন্নয়ন সাধন করা। দক্ষতা উন্নয়নয়ন ও রেফারেল লিংকেজ নিশ্চিতকরণের মাধ্যমে প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনরায় একত্রিত করা এবং তাদের স্থায়িত্ব নিশ্চিত করা
প্রকল্পের অর্থায়ন BRAC and EU
প্রকল্পের নাম Skill Development Programme( SDP)- Prosper
প্রকল্প এলাকা কুমিল্লা সদর, লাকসাম, মুরাদনগর উপজেলা
প্রকল্পের মেয়াদ চলমান
প্রকল্পের কাজ কারিগরি শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি চাকুরীর জন্য দক্ষ করে গড়ে তোলাও কর্মসংস্থানের ব্যবস্থা করা। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিতে এবং ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে মাস্টারক্রাফট পার্সনদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা এবং তারা এই প্রতিষ্ঠান থেকে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে উক্ত প্রতিষ্ঠানে কিংবা অন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারে। এভাবে উক্ত প্রকল্পের মাধ্যমে ব্র্যাক কর্মীরা তাদেরকে সহযোগিতা করে থাকেন।
প্রকল্পের অর্থায়ন ব্র্যাক
সংস্থায় সমাপ্ত প্রকল্পের সংখ্যা
সংক্ষিপ্ত বিবরণ প্রকল্পের নামঃ USAID's Community-nHealth Systems Strengthening Activities(CHSS)
প্রকল্প এলাকাঃ ১৭ উপজেলা
প্রকল্পের মেয়াদঃ সেপ্টেম্বর ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২৩
প্রকল্পের কাজঃ সামাজিক দূরত্ব বজায় রাখতে পরামর্শ প্রদান করা, সংক্রমণ কমাতে মাস্ক পরিধান ,সামাজিক দূরত্ব বোঝায় এবং পরিছন্নতার মতো পতিরোধমূলক কর্মকান্ডের প্রচার করা, কমিউনিটি ক্লিনিক গ্রুপ মিটিং পরিচালনার মাধ্যমে কেুিভট-১৯ মোকাবেলায় কমিউনিটিকে সম্পৃক্ত করা এবং ক্লিনিকে কোভিট-১৯ সংক্রান্ত তথ্য প্রদান বৃদ্ধি করা।কমিউনিটিতে রোধ ক্ষমতা বৃদ্ধির জন্য উপযুক্ত ব্যক্তিদের ঠিকাদানের গুরুত্ব অবহিত করা, টিকা নিবন্ধনে সহায়তার পাশাপাশি টিকাদানে অংশগ্রহণ করা। ইনফেকশনাল প্রিভেনশন কন্ট্রোল ট্রেনিং( ইউএইচ এন্ডএফপিও, ইউএফপিও, মেডিকেল অফিসার, সিএইচসিপি, এইচএ, এএইচআই) গ্রহণ করে কমিউনিটির লোকজনকে স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ করে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে।
প্রকল্পের অর্থায়নঃ USAID
প্রকল্পের নামঃ HNPP`s SPA Suported Project( Rural)
প্রকল্প এলাকাঃ ১৭ উপজেলা
প্রকল্পের মেয়াদঃ মে ২০২১ থেকে ডিসেম্বর ২০২৩
প্রকল্পের কাজঃ স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষার মাধ্যমে জনগোষ্ঠীতে স্বাস্থ্য তথ্য প্রদান ও সেবার চাহিদা তৈরি করা, কমিউনিটি বেইজড স্বাস্থ্য কর্মসূচি, কমিটি ক্লিনিক এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রজনন, শিশু স্বাস্থ্য,সংক্রামক ও অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য এবং চক্ষু বিষয়ক সেবা প্রদান করা, ডিজিটাল পদ্ধতির বাস্তবায়নের মাধ্যমে গুণগতমান কর্মী স্বাস্থ্য এবং চক্ষু বিষয়ক সেবা প্রদান করা ডিজিটাল পদ্ধতির বাস্তবায়নের মাধ্যমে এইচএনপিপির সেবা প্রদানের গুণগতমান, কর্মীর দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণে তথ্যের ব্যবহার বৃদ্ধি করা, জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসির মাধ্যমে সঠিক স্বাস্থ্য নীতিমালা এবং বাজেট বরাদ্দের ক্ষেত্রে সরকারকে পরামর্শ প্রদান করা, কোভিড-১৯ সংবেদনশীল সেবার মান উন্নত ও রেফারেল জোরদার করে কোভিড -১৯ সংক্রমণের হার কমিয়ে আনা; জেন্ডার সমতার ভিত্তিতে জবাবদিহিতামূলক নেতৃত্ব গড়ে তোলা: গরীব, হত- দরিদ্র, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার আওতাভুক্ত করা।
প্রকল্পের অর্থায়নঃ GAC and DFAT
প্রকল্পের নামঃ Urban Development Programme
প্রকল্প এলাকাঃ কুমিল্লা সিটি কর্পোরেশন
প্রকল্পের মেয়াদঃ জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২১
প্রকল্পের কাজঃ নগর দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি শক্তিশালীকরণ, নগরে বসবাসকারী স্বল্পআয়ের জনগোষ্ঠীর পরিবেশ আপগ্রেড করা, নগর উন্নয়ন ও পরিচালনায় নিয়োজিত নীতি নির্ধারক এবং নগর কর্তৃপক্ষকে সংহত ও নমনীয় নগর উন্নয়ন ও পরিচালনার জন্য সেসিটাইজকরন, লিঙ্গ মূলধারার প্রচারকরণ,কর্মসূচির গুণগত মান এবং সুরক্ষার উন্নতির জন্য কর্মীদের সক্ষমতা বাড়ানো, মনিটরিং, ম্যল্যায়ন ও শেখা ।
প্রকল্পের অর্থায়নঃ GAC and DFAT
নেটওয়ার্ক ন্যাশনাল, রিজিওনাল ও ইন্টারম্যাশনাল

সংস্থার তথ্য প্রধানকারী কর্মকর্তার নাম ঠিকানা, মোবাইল নং, ইমেইল

জিয়া উদ্দিন আহম্মদ
ব্র্যাক আঞ্চলিক অফিস ও
ব্র্যাক লানিং সেন্টার
শ্রীপুর, রাজেন্দ্রপুর,আদর্শ সদর, বিশ্বরোড, কুমিল্লা।
০১৭৩০৩৫০২৯৩
bdc.cumilla@brac.net

ব্র্যাক এর ছবি ঘর

i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url
i.ngo_gimage.url