ngo_photo

 সংস্থার রূপকল্প:
Dignity Through Labor এর আলোকে ক্ষুদা, দারিদ্র, অশিক্ষা ও কুসংস্কারমুক্ত বাংলাদেশ গঠন।

সংস্থার লক্ষ্য:
দেশের অসহায় মহিলাদের হাতে কলমে কুটি শিল্প এবং ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা এবং  আয় বৃদ্ধি করা। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, নারীর অধিকার ও ক্ষমতায়ন সংক্রান্ত তথ্য প্রদান, মাদক/যৌতুক/বাল্য বিবাহ ইত্যাদি সামাজিক ব্যাধি দূরীকরণের জন্য উদ্বুদ্ধকরণ ও সচেতনতা সৃষ্টি।


 সংস্থার কাজের প্রধান বিষয়/ইস্যু/ফোকাস:
 দর্জিবিদ্যা ও কাটিং সেলাই, মেশিন, এমব্রয়ডারী, ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন, কার্পেন্ট্রি, কম্পিউটার, বাঁশ, বেত ও প্লাস্টিক, ব্লক বাটিক টাইডাই স্ক্রিন প্রিন্ট, মোম, ক্রিস্টাল, সিরামিক, হাতে এমব্রয়ডারী, সূচী শিল্প, ব্যবসায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন, লাইব্রেরী ও নেটওয়ার্ক।